পর্যটনমন্ত্রক

পর্যটন মন্ত্রক জাতীয় সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম এবং জাতীয় সর্বশ্রেষ্ঠ গ্রামীণ হোম স্টে প্রতিযোগিতা ২০২৪ – এর সূচনা করেছে

প্রতিযোগিতার জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

Posted On: 03 DEC 2023 11:24AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর, ২০২৩ 


দেশের গ্রামীণ পর্যটনের প্রসার, উন্নয়ন এবং গতি প্রদানের লক্ষ্যে পর্যটন মন্ত্রক জাতীয় সর্বশ্রেষ্ঠ  পর্যটন গ্রাম এবং জাতীয় সর্বশ্রেষ্ঠ গ্রামীণ হোম স্টে প্রতিযোগিতা ২০২৪ – এর আয়োজন করেছে। এর আগে জাতীয় সর্বশ্রেষ্ঠ গ্রাম প্রতিযোগিতা ২০২৩ – এ দেশের ৩৫টি গ্রাম স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ বিভাগে নির্বাচিত হয়। 
গ্রামীণ পর্যটনের উন্নয়নের জন্য ভারত সরকারের পর্যটন মন্ত্রক বিশেষ জাতীয় কৌশল ও পথদিশা তৈরি করেছে। গ্রামীণ হোম স্টে-গুলির প্রচারের জন্যও স্থির করা হয়েছে জাতীয় স্তরে বিশেষ কৌশল। মন্ত্রক ভারতীয় পর্যটন প্রতিষ্ঠান এবং পর্যটন ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে জাতীয় কৌশলগুলি রূপায়ণের লক্ষ্য স্থির করেছে। এর অঙ্গ হিসেবে এই জাতীয় সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম ও জাতীয় সর্বশ্রেষ্ঠ গ্রামীণ হোম স্টে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 
গ্রামীণ পর্যটনের উন্নয়নে মন্ত্রক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, অসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়কেও প্রত্যক্ষভাবে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করছে। গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতেই এই প্রচেষ্টা। 
দেশের গ্রাম ও গ্রামীণ এলাকার হোম স্টে-গুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষভাবে কাজ করছে। এই প্রতিযোগিতা কেবলমাত্র পর্যটনকে উজ্জীবিত করবে তা নয়, পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা গ্রহণ করবে। 
পর্যটন মন্ত্রক গ্রামীণ পর্যটনের প্রসারের জন্য কেন্দ্রীয় নোডাল সংস্থা স্থাপন করেছে। গ্রামীণ স্তরে এই সংস্থার মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 
২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে প্রথম এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার জন্য ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে -  http://www.rural.tourism.gov.in.

PG/PM/SB…



(Release ID: 1982395) Visitor Counter : 85