প্রধানমন্ত্রীরদপ্তর
৪ ডিসেম্বর মহারাষ্ট্র সফর করবেন প্রধানমন্ত্রী
ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তির আবরণ উন্মোচনের পর নৌ-বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি
Posted On:
02 DEC 2023 4:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ ডিসেম্বর,২০২৩
আগামী ৪ ডিসেম্বর মহারাষ্ট্র সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিন বেলা ৪-১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের সিন্ধু দুর্গে গিয়ে তিনি পৌঁছবেন। তারপর, রাজকোট দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। সিন্ধু দুর্গেই নৌ-বাহিনী দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রণতরী, সাবমেরিন ও বিমানের একটি প্রদর্শনী তিনি পরিদর্শন করবেন। এছাড়াও, সিন্ধু দুর্গের তারকারলি সৈকতে বিশেষ বিশেষ বাহিনীর এক প্রদর্শন তথা উপস্থাপন প্রত্যক্ষ করবেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর ৪ ডিসেম্বর নৌ-বাহিনী দিবস উদযাপিত হয়। এবার এই উপলক্ষে এক সময়ের নৌ-যুদ্ধে পারদর্শী তথা বীর সেনানী ছত্রপতি শিবাজী মহারাজের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। তাঁর ব্যবহৃত প্রতীক বা মোহর অনুসরণ করে তৈরি করা হয়েছে ভারতীয় নৌ-বাহিনীর লোগো। গত বছর প্রধানমন্ত্রী যখন দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত-এর সূচনা করেন, তখন নৌ-বাহিনীর লোগোতে ছত্রপতি শিবাজী মহারাজের এই প্রতীক বা মোহর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতি বছর নৌ-বাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌ-বাহিনীর পক্ষ থেকে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের রণতরী, সাবমেরিন, যুদ্ধবিমান এবং বিশেষ বিশেষ বাহিনী সম্পর্কিত এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ভারতীয় নৌ-বাহিনী যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে সর্বতোভাবেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে, তারই এক ঝলক সকলের সামনে তুলে ধরতেই নৌ-বাহিনীর এই উদ্যোগ। ভারতীয় নৌ-বাহিনীর অঙ্গীকার ও অবদান আপামর জনসাধারণের কাছে প্রদর্শনের এ হল এক অভিনব প্রচেষ্টা। শুধু তাই নয়, এর মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে নৌ-বাহিনীর রণপ্রস্তুতি সম্পর্কে একটি সম্যক ধারণাও গড়ে ওঠে।
PG/SKD/DM/…
(Release ID: 1982105)
Visitor Counter : 92
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada