তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী ছবি ‘দ্য ফেদারওয়েট’ এই প্রথম দেখানো হল এশিয়ায়

Posted On: 28 NOV 2023 4:27PM by PIB Kolkata

মুম্বই, ২৮ নভেম্বর ২০২৩


৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী ছবি ‘দ্য ফেদারওয়েট’ প্রদর্শিত হল। ছবিটি এই প্রথম দেখানো হল এশিয়ায়। 
পিআইবি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছবিটির নির্দেশক রবার্ট কোলোডনি বলেন, চলচ্চিত্র ততক্ষণই আন্তর্জাতিক, যতক্ষণ তা বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের কাছে আবেদন রাখতে সক্ষম। 
এই ছবিটিতে ইটালিয়-মার্কিন বক্সার উইলি পেপ-এর জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে। ছবিতে যাঁরা অভিনয় করেছেন তাঁরা সকলেই প্রয়াত এই মুষ্টিযোদ্ধার সঙ্গে পরিচিত ছিলেন। 
কোলোডনির এটি প্রথম ছবি। বক্সিং-কে বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, উইলি পেপের বর্ণময় জীবন তাঁর কাছে চলচ্চিত্র নির্মাণের উপজীব্য হিসেবে আকর্ষণীয় মনে হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা জেমস মাডিও- যিনি প্রধান পেপের ভূমিকায় অভিনয় করেছেন। ছিলেন ছবিটির নির্মাতা বেনেট এলিয়ট-ও।  


PG/AC /SG



(Release ID: 1980601) Visitor Counter : 92