তথ্যওসম্প্রচারমন্ত্রক

ভারতের অতুলনীয় বিষয়বস্তু এবং প্রযুক্তিগত দক্ষতা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করছে : জুরি চেয়ারপার্সন শেখর কাপুর

আইএফএফআই-এর মতো উৎসবগুলি বিশ্বজুড়ে ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে : হেলেন লিক

আগামীকাল সমাপ্তি অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের জন্য স্বর্ণ ময়ূর পুরস্কার ঘোষণা হবে

Posted On: 27 NOV 2023 5:02PM by PIB Kolkata

গোয়া, ২৭ নভেম্বর, ২০২৩

 

ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যরা স্বর্ণ ময়ূর পুরস্কারের জন্য বাছাই করা চলচ্চিত্রগুলি দেখে এবিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছেন। আগামীকাল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বিশ্বের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, জুরি সদস্যরা ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা’ বিভাগে পুরস্কার ঘোষণা করবেন।

জুরি সদস্যরা একবাক্যে বলেছেন, এই উৎসবে বৈচিত্র্যপূর্ণ ও মনোগ্রাহী ছবিগুলির মধ্য থেকে সেরাটি বেছে নেওয়া তাঁদের সবার কাছেই এক অসাধারণ ব্যক্তিগত অভিজ্ঞতা। সূচনালগ্ন থেকেই প্রতিযোগিতায় যোগ দেওয়া ছবিগুলির বিষয় বৈচিত্র্যের কারণে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিপুলভাবে সমাদৃত হয়েছে বলে মত প্রকাশ করেছেন তাঁরা।

জুরি চেয়ারপার্সন, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর বলেছেন, বাছাই কমিটি অসাধারণ কাজ করেছে; ভারতের অতুলনীয় বিষয়বস্তু এবং প্রযুক্তিগত দক্ষতা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করছে। বিশ্বের বৃহত্তম বিষয়বস্তুগত ভিত্তি ও প্রযুক্তিগত দক্ষতা ভারতের রয়েছে, আইএফএফআই-এর মতো উৎসবগুলি বিশ্বকে ভারতের সংস্কৃতি সম্পর্কে বুঝতে সাহায্য করছে। ভারতে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার ক্রমশ বেড়ে চলা প্রসঙ্গে তিনি বলেন, “সৃজনশীল কাজে কোনো নিদান দেওয়া যায় না।”

পারস্পরিক সহযোগিতার পথ মসৃণ করতে চলচ্চিত্র উৎসবের গুরুত্বের উপর জোর দিয়ে জেরম পাইলার্ড বলেছেন, চলচ্চিত্র উৎসবের সব থেকে বড় সুবিধা হল নানা ধরনের সিনেমার খোঁজ পাওয়া এবং সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলা। ফিল্ম বাজারের মতো উদ্যোগকে স্বাগত জানিয়ে জেরম বলেন, এই ধরনের বিপণন প্রয়াস সহযোগিতামূলক উদ্যোগের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো (সিএমওটি) উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তরুণ প্রতিভার লালনে এটি সত্যিই এক চমৎকার উদ্যোগ।

ক্যাথরিন ডুজার্ট, জেরমের ভাবনার প্রতিধ্বনি করে প্রতিযোগিতায় যোগ দেওয়া চলচ্চিত্রগুলি এবং পরিবেশক ও প্রযোজকদের মধ্যে সংযোগসাধনে ফিল্ম বাজারের ভূমিকার প্রশংসা করেন।

হেলেন লিক বিভিন্ন বিভাজনের গণ্ডিতে আটকে থাকা চলচ্চিত্র শিল্পকে একত্রিত করতে উৎসবের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “বিভিন্ন চলচ্চিত্র শিল্পের অংশীদারিত্ব আইএফএফআই-এর মাধ্যমে অনেক বেশি সংযুক্ত হয়েছে। এই উৎসবের মাধ্যমে বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা সম্পর্কে সচেতনতা বাড়ছে।” 

জোহে লুইস অ্যালকাইন বলেন, বৈচিত্র্যপূর্ণ গল্প, সংস্কৃতি এবং শৈলীতে তৈরি এইসব সিনেমা দেখা এবং তার বিচার করা এক অসাধারণ অভিজ্ঞতা। 

জুরি সদস্যরা উৎসব আয়োজকদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

আন্তর্জাতিক জুরি এবারের উৎসবের সেরা চলচ্চিত্র নির্বাচন করবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে স্বর্ণ ময়ূর এবং পরিচালক ও প্রযোজকের জন্য শংসাপত্র। সেরা ছবি ছাড়াও সেরা পরিচালক, সেরা পুরুষ অভিনেতা এবং মহিলা অভিনেতাকেও জুরি সদস্যরা বেছে নেবেন। দেওয়া হবে বিশেষ জুরি পুরস্কারও।

ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন ঘরানার ১৫টি প্রশংসিত চলচ্চিত্র স্থান পেয়েছে। এবারের উৎসবে অংশ নিতে ১০৫টি দেশ থেকে রেকর্ড সংখ্যক ১ হাজার ৯২৬টি ছবির আবেদন জমা পড়েছিল।

PG/SD/SKD/



(Release ID: 1980270) Visitor Counter : 85