তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner
0 6

আইএফএফআই ৫৪-য় সাড়া ফেলেছে ‘গান্ধী টকস’

‘গান্ধী টকস’ টাকায় গান্ধীর ছবির সঙ্গে যে গান্ধীর আদর্শ আমরা অনুসরণ করতে চাই তার বৈপরীত্য তুলে ধরেছে : অভিনেতা বিজয় সেতুপতি

গোয়া, ২১ নভেম্বর, ২০২৩

 

ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ‘গান্ধী টকস’। এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অদিতি রাও হায়দরি, অরবিন্দ স্বামী এবং সিদ্ধার্থ যাদব। নির্মাতা শারিক প্যাটেল এবং রাজেশ কেজরিওয়ালের সঙ্গে গোয়ায় আজ সাংবাদিকদের মুখোমুখি হন বিজয় সেতুপতি। 

‘গান্ধী টকস’ ইফি-তে প্রদর্শিত প্রথম নির্বাক চলচ্চিত্র। ধ্রূপদী নির্বাক চলচ্চিত্র ঘরানার স্মৃতি উস্কে দেয় এই ছবিটি। তুলে ধরা হয়েছে টাকায় গান্ধীর ছবির সঙ্গে যে গান্ধীর আদর্শ আমরা অনুসরণ করতে চাই তার বৈপরীত্যের দিকটি।

এই ছবি সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা শারিক প্যাটেল মন্তব্য করেন, শুধুমাত্র দর্শনেন্দ্রিয়ের মাধ্যমেই দর্শকদের সঙ্গে সংযোগ সাধনের যে পন্থা ছবিটির নির্দেশক কিশোর পাণ্ডুরাং বেলেকার বেছে নিয়েছেন তা আজকের দুনিয়ায় বেশ অভিনব। বিজয়, অদিতি, অরবিন্দ এবং সিদ্ধার্থের অনবদ্য অভিনয় যে রসায়ন তৈরি হয়েছে তা তাঁদের উৎসাহিত করেছে। এর পাশাপাশি সঙ্গীতে এ আর রহমানের অবদান বাড়তি পাওনা। 

বিজয় সেতুপতি বলেন, আদর্শ এবং বাস্তবের মধ্যে ফারাক থাকে। মূল চরিত্রের অভিনেতা প্রথমে টাকার নোটে গান্ধীর ছবিকেই বড় করে দেখেন, কিন্তু পরে তাঁর কাছে মূল বিষয় হয়ে ওঠে গান্ধীর আদর্শ। এই বৈপরীত্যই তুলে ধরা হয়েছে ছবিতে। 

নির্বাক চলচ্চিত্রে অভিনয় কঠিন কি না এই প্রশ্নের জবাবে বিজয় সেতুপতি বলেন, সংলাপ আছে কি নেই সে বিষয়টি তার অভিনয়ে প্রভাব ফেলে না, তেমনটা হওয়ার কোনো কারণও নেই। সিনেমায় এবং যে কোনো ধরণের শৈল্পিক মাধ্যমে কাজ করার ক্ষেত্রে সাফল্য এবং ব্যর্থতার সম্ভাবনা প্রতিটি ক্ষেত্রেই সমান সমান। 

PG/AC/NS

iffi reel

(Release ID: 1978824) Visitor Counter : 107