প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ছট পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 19 NOV 2023 10:45AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ নভেম্বর, ২০২৩

 

আজ ছট পূজা। এই উপলক্ষে দেশের সকল নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই দিনটি সকলের জীবনে নতুন উদ্যম ও উৎসাহ নিয়ে আসুক এই প্রার্থনাও জানিয়েছেন তিনি। 

এসম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন: 

"আজ সন্ধ্যায় ছট মহোৎসব ও পূজা উপলক্ষে দেশের সকল পরিবার পরিজনদের জানাই আমার অশেষ শুভকামানা। সূর্যদেবের বন্দনা সকলের জীবনকে আলোকিত করে তুলুক এই প্রার্থনা জানাই। সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চারের এটি হলো এক বিশেষ দিন। জয় ছটি মাইয়া।"

PG/SKD/AS


(Release ID: 1978017) Visitor Counter : 84