প্রধানমন্ত্রীরদপ্তর
বাঁকুড়ায় বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সুসজ্জিত ভ্যান যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
Posted On:
16 NOV 2023 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৩
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার আজ বাঁকুড়ায় বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার এক সুসজ্জিত ভ্যানের সূচনা করেন। এই ভ্যানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ।
অন্য এক অনুষ্ঠানে ঝাড়গ্রামেও বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার ভ্যানের সূচনা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বরিষ্ঠ উপদেষ্টা শ্রী আর কে জেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রকল্পের রাজ্যের নোডাল অফিসার শ্রী রাজীব ভট্টাচার্য, ডিডিএম শ্রী আকাশ শর্মা, এলডিএম শ্রী রঞ্জিত দত্ত প্রমুখ।
আর্থিক পরিষেবা, বিদ্যুৎ সংযোগ, গ্যাসের ব্যবস্থা, গরিবদের জন্য বাসস্থান, খাদ্য নিরাপত্তা, যথার্থ পুষ্টি, স্বাস্থ্য পরিষেবা, স্বচ্ছ পানীয় জল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাঁদের কাছে এইসব প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার (১৫ নভেম্বর, ২০২৩) দেশজুড়ে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সূচনা করেন। তিনি খুন্তি থেকে পাঁচটি বিশেষভাবে সুসজ্জিত ভ্যান যাত্রার সূচনা করেন। একইভাবে, দেশের বিভিন্ন স্থান থেকেও এ ধরনের যাত্রার সূচনা করা হয়।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি গ্রাম পঞ্চায়েত এলাকায়ও একই ধরনের যাত্রার আয়োজন করা হয়েছিল।
পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকে অন্য এক অনুষ্ঠানে পুরুলিয়া জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে শিশুদের এক বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিধায়ক শ্রী বিবেকানন্দ বাউরি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছিল।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার ঝাড়খণ্ডের খুন্তিতে এক বিশেষ অনুষ্ঠানে জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সূচনা করেন। শ্রী মোদী রেল, সড়ক, শিক্ষা, কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন ক্ষেত্রে ঝাড়খণ্ডে ৭,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন।
PG/MP/DM/
(Release ID: 1977524)
Visitor Counter : 87