প্রতিরক্ষামন্ত্রক

অবাধ নৌ-পথ এবং আন্তর্জাতিক জলপথে বিঘ্নহীন আইনসম্মত বাণিজ্যের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ভারত, ইন্দোনেশিয়ায় ১০ম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বার্তা প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর

Posted On: 16 NOV 2023 11:25AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৩

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৬ নভেম্বর, ২০২৩-এ ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক (এডিএমএম-প্লাস)-এ যোগ দেন। তাঁর ভাষণে শ্রী রাজনাথ সিং এই অঞ্চলে আসিয়ানের কেন্দ্রিকতা এবং পারস্পরিক মতবিনিময় ও মতৈক্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে, ১৯৮২-র সমুদ্র আইন (ইউএনসিএলওএস) সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘের কনভেনশন সহ আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক নৌ-পথে অবাধ বাণিজ্য নিয়ে ভারতের অঙ্গীকারের কথা জানান। 


পারস্পরিক শলাপরামর্শ ও বৃহত্তর সহমতের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগের পক্ষে মত দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এই এলাকায় সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবসম্মত ও ফলপ্রসূ সহযোগিতার ওপর জোর দেন তিনি। পারস্পরিক দ্বন্দ্বের ফলে জীবন ও জীবিকা ধ্বংস এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অস্থিরতার উল্লেখ করে শ্রী রাজনাথ সিং বলেন, আসিয়ান এবং সংযুক্ত দেশগুলির শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা রক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। শান্তির ব্যাপারে মহাত্মা গান্ধীর “শান্তি ছাড়া কোনো পথ নেই, শান্তিই একমাত্র পথ” – এই উদ্ধৃতি তুলে ধরেন তিনি। 

এ ব্যাপারে পারস্পরিক আলোচনা এবং কূটনৈতিক প্রয়াসের ওপর জোর দেন তিনি। শান্তির ক্ষেত্রে ভারতের বার্তাও ফের দৃঢ়তার সঙ্গে তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, “এটা যুদ্ধের সময় নয়।” আসিয়ান অঞ্চল সহ আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে এই বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়।


PG/MP/DM



(Release ID: 1977371) Visitor Counter : 70