যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ট্রাই)-এর নাম করে জালিয়াতির চেষ্টার বিষয়ে সচেতন থাকুন

Posted On: 15 NOV 2023 4:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৩

 

ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ট্রাই) জানতে পেরেছে যে সাধারণ মানুষ / গ্রাহকদের ফোন করে কিছু সংস্থা / ব্যক্তি এই বলে ভয় দেখাচ্ছে যে তাঁদের নম্বর থেকে আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে এবং সেজন্য ঐ নম্বরে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঐসব সংস্থা / ব্যক্তি  গ্রাহকদের এও বলছে যে তাঁর আধার নম্বর ব্যবহার করে সিম কার্ড সংগ্রহ করা হচ্ছে এবং তা ব্যবহার করা হচ্ছে বেআইনি কাজে। সংযোগ বিচ্ছিন্ন হওয়া আটকাতে গ্রাহকদের স্কাইপ ভিডিও কলেও আসতে বলা হচ্ছে।

এই বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হচ্ছে যে ট্রাই ব্যক্তিগত টেলি-সংযোগ বিচ্ছিন্ন করে দেয় না। মোবাইল ফোনে হুমকি দিয়ে এ ধরনের কোনো মেসেজ পাঠায় না বা ভিডিও কলও করে না। এ ধরনের কাজ করার জন্য কোনো সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়নি। ঐ ধরনের টেলিফোন কল বেআইনি এবং আইন অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং, ট্রাই-এর নাম করে কেউ ফোন করলে বা মেসেজ করলে বিষয়টি জালিয়াতি বলে ধরে নিতে হবে।

ট্রাই-এর টেলিকম বাণিজ্যিক যোগাযোগ গ্রাহক অগ্রাধিকার নিয়ন্ত্রণ বিধি (টিসিসিসিপিআর), ২০১৮ অনুযায়ী, এই ধরনের বেআইনি কাজকর্মের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার। এ ধরনের বার্তা পেলে গ্রাহকদের নিজের পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল -  https://cybercrime.gov.in-এও অভিযোগ নথিবদ্ধ করা যেতে পারে বা সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০-তে যোগাযোগও করা যেতে পারে।


PG/AC/DM/



(Release ID: 1977184) Visitor Counter : 88