মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

২০২৪-২৫'র বিপণন মরশুমে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

Posted On: 18 OCT 2023 3:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে ২০২৪-২৫'র রবি মরশুমের বিভিন্ন শস্যের ন্যূনতম সহায়ক মূল্য স্থির করা হয়। 

২০২৪-২৫ অর্থবর্ষের বিপণন মরশুমে কৃষক - উৎপাদকদের হাতে উচিত মূল্য যাতে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। বৈঠকে মসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য স্থির হয়েছে কুইন্টাল প্রতি ৪২৫ টাকা। রেপসিড এবং সর্ষের ক্ষেত্রে কুইন্টাল প্রতি সহায়ক মূল্য ধার্য হয়েছে ২০০ টাকা। অন্যদিকে, গম এবং স্যাফোলার ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে কুইন্টাল প্রতি ১৫০ টাকা করে। যব ও ছোলার ক্ষেত্রে বর্ধিত সহায়ক মূল্য হল কুইন্টাল প্রতি যথাক্রমে ১১৫ ও ১০৫ টাকা। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবর্ষে ঘোষিত বাজেটে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির যে প্রস্তাব রাখা হয়েছিল, তার সঙ্গে সঙ্গতি রেখে রবি মরশুমের বিভিন্ন শস্যের ন্যূনতম সহায়ক মূল্য স্থির করা হয়। 

ডাল, তৈলবীজ এবং মিলেট (শ্রীঅন্ন)-এর ফলন বৃদ্ধির জন্য সরকার বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ, সরকারের লক্ষ্য হল একদিকে বিশ্বের খাদ্য নিরাপত্তাকে আরও জোরদার করে তোলা এবং অন্যদিকে কৃষকদের আয় ও উপার্জন বৃদ্ধি। এছাড়াও প্রয়োজনীয় খাদ্যশস্যের জন্য দেশকে যাতে আমদানির ওপর নির্ভরশীল থাকতে না হয়, তা নিশ্চিত করাও সরকারের অন্যতম উদ্দেশ্য। কৃষকদের কাছে উন্নতমানের শস্য বীজ পৌঁছে দিতে এবং তাদের আরও বেশি মাত্রায় ডাল ও তৈলবীজ ফলনে উৎসাহদানের উদ্দেশ্যে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন (এনএফএসএম), প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা (পিএমকেএসওয়াই) এবং তৈলবীজ পাম তেল সম্পর্কিত জাতীয় মিশন (এনএমওওপি)-এর মতো কর্মসূচির ওপর সরকার বিশেষ ভাবে জোর দিয়েছে। 

দেশের প্রতিটি কৃষকের কাছে কিষাণ ক্রেডিট কার্ডের সুফল পৌঁছে দিতে সরকার কিষাণ ঋণ পোর্টাল (কেআরপি), কিষাণ ক্রেডিট কার্ড ঘর ঘর অভিযান এবং জল হাওয়া সম্পর্কিত তথ্য যোগানের ব্যবস্থা করেছে। বলাবাহুল্য সরকার গৃহীত এইসমস্ত উদ্যোগ ও কর্মসূচির সুবাদে দেশের কৃষি ক্ষেত্রে এক বৈপ্লবিক রূপান্তর বাস্তবায়িত হয়েছে। একই সঙ্গে ইতিবাচক পরিবর্তন এসেছে কৃষকদের দৈনন্দিত জীবনযাপনের ক্ষেত্রেও।

PG/SKD/AS



(Release ID: 1975235) Visitor Counter : 80