আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
স্বচ্ছ সমুদ্রতট: পর্যটক আকর্ষণের মূল বিষয়
Posted On:
31 OCT 2023 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৩
ভারতের শহর এলাকার সমুদ্রতটগুলি সারা বছর জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। বিশাখাপত্তনম, মুম্বাই, চেন্নাই, গোয়া, কেরল, ওডিশার মতো উপকূল এলাকাগুলি সমগ্র বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। এই সমুদ্রতটগুলিতে পর্যটকদের আনাগোণা উপকূল এলাকার বহু মানুষের আয়ের উৎস হয়ে উঠেছে। শুধু তাই নয়, স্থানীয় অর্থনীতিকে উজ্জীবিত করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন অঞ্চলে সমুদ্রতটগুলি নানা সমস্যার সম্মুখীন। এর মধ্যে রয়েছে – দূষণ বা পর্যটনের মরশুমে অত্যাধিক জনসংখ্যার মতো বিষয়গুলি। উপকূল এলাকার বাস্তুতন্ত্রে যা বিরূপ প্রভাব ফেলতে পারে। এই সমস্যার জন্য স্থানীয় সংস্থাগুলি ক্রমাগত সচেতন হয়ে উঠছে। সমুদ্রতটগুলিকে স্বচ্ছ রাখার জন্য প্রাতঃভ্রমণ বা দৈনন্দিন শরীরচর্চার স্থান হিসেবে সমুদ্রতটগুলিকে বর্তমানে বেছে নেওয়া হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ সমুদ্রতটের স্বচ্ছতা বজায় রাখতে ও বর্জ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। নিয়মিত সমুদ্রতট পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সংস্কার কাজও চলছে। এছাড়া, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নানা ধরনের প্রচার কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ ও সামুদ্রিক প্রাণী রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গ্রহণ করা হচ্ছে নানা ধরনের পদক্ষেপ। স্বচ্ছ ভারত মিশন নগরায়নের আওতায় এই কর্মসূচিগুলি গৃহীত হচ্ছে। স্বচ্ছ, নিরাপদ ও পরিবেশ-বান্ধব সমুদ্রতট গড়ে তুলতে ভারতে ১২টি ব্লু ফ্ল্যাগ সমুদ্রতট তৈরি করা হয়েছে। এর মধ্যে ওডিশার গোল্ডেন বীচ, গুজরাটের শিবরাজপুর বীচ, কেরলের কপ্পর বীচ, দিউ – এর ঘোঘলা বীচ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর বীচ, কর্ণাটকের কাশারগড় ও পদুবিদ্রি বীচ, অন্ধ্রপ্রদেশের রুশিকোন্ডা বীচ, তামিলনাডুর কোভালাম বীচ, পণ্ডিচেরীর ইডেন বীচ এবং লাক্ষাদ্বীপের মিনিকয় থুন্ডি এবং কাগমাথ বীচ।
মুম্বাইয়ের বালুকাময় সমুদ্রতট থেকে শুরু করে ভাইজাগ, চেন্নাই ও ওডিশার সমুদ্রতটেও স্বচ্ছতা বজায় রাখার জন্য নানারকম প্রচেষ্টা চালানো হচ্ছে। নিয়োগ করা হয়েছে স্বেচ্ছাসেবকও। যুবা পর্যটন ক্লাব মুম্বাইতে বিনামূল্যে সমুদ্রতট পরিষ্কার ও সমুদ্র থেকে প্লাস্টিক উদ্ধারের কাজ করে। আফরোজ শাহ ফাউন্ডেশন বিভিন্ন এলাকার সমুদ্রতট পরিচ্ছন্ন করার কাজে যুক্ত। কলকাতা, চেন্নাই, কোচি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদের উপকূল এলাকা স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেয় ভারতের পরিবেশবিদদের ফাউন্ডেশন।
স্বচ্ছ সাগর কর্মসূচি সফলভাবে দেশের বহু পরিচিত সমুদ্রতটগুলি পরিচ্ছন্ন করার কাজে যুক্ত। মেশিনের সাহায্যে এখানে স্বচ্ছতা অভিযান চালানো হয়।
ভাইজ্যাগে ৬টি সমুদ্রতট পরিষ্কার করার যন্ত্র রয়েছে। এগুলি পর্যটকদের জন্য পরিচ্ছন্ন সমুদ্রতট প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১ তারিখ এক ঘন্টা একসঙ্গে কাজ করার যে আহ্বান জানিয়েছিলেন, তাতে সমগ্র দেশে ৯ লক্ষ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চলে। এর মধ্যে বিপুল সংখ্যক সমুদ্রতট রয়েছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীও এই স্বচ্ছতা অভিযানে অংশ নেয়। মুম্বাইয়ে প্রতায় ৪০ হাজার কিলোগ্রাম বর্জ্য সংগ্রহ করা হয়।
এত দ্রুতগতিতে যদি নগরায়নের কাজ চলে, তা হলে উপকূলবর্তী শহরগুলির বর্জ্য জল সমুদ্রে মেশার আগে তা পরিশোধনের কাজ জরুরি হয়ে উঠবে। সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় এবং সমুদ্রের উপর নির্ভর করে যাঁরা জীবিকা নির্বাহ করেন, তাঁদের স্বাস্থ্য রক্ষার জন্য এই পদক্ষেপ বিশেষ জরুরি হয়ে উঠবে। আগামী প্রজন্মের জন্য স্বচ্ছতা বজায় রাখা বিশেষ জরুরি। এজন্য স্থানীয় বাসিন্দা ও অন্যান্যদের আরও সচেতন হতে হবে।
PG/PM/SB…
(Release ID: 1973417)
Visitor Counter : 188