আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবেশ-বান্ধব পদ্ধতিতে দেশ জুড়ে উৎসব উদযাপন

Posted On: 17 OCT 2023 1:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২৩ 


উৎসবের মরশুম আবারও এসেছে। আকাশে – বাতাসে খুশির ছোঁয়া। প্রত্যেক ভারতীয় পরিবারের জন্য গণেশ চতুর্থী – দশেরা, দীপাবলি – ছট্ পুজোর গুরুত্ব অপরিসীম। যে কোনও উৎসবই আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে সাহায্য করে, আমাদের আচার-আচরণ বদলায়। প্রত্যেক উৎসবে পরিচ্ছন্নতার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়। পরিবেশের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে সুস্থায়ী ব্যবস্থাপনাগুলিকে গ্রহণ করতে উৎসাহ দেওয়া হয়। পরিবেশ-বান্ধব প্রতিমা নির্মাণ, বাঁশের প্যান্ডেল তৈরির মতো উদ্যোগের মাধ্যমে সংকোচন ও পুনর্ব্যবহারের নীতিকে মান্যতা দেওয়া হয়। উৎসব পালনের সময় বর্জ্য মুক্ত ব্যবস্থাপনা এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে যে প্রয়াসগুলি নেওয়া হয়েছে, তার মধ্য দিয়ে পরিবেশ-বান্ধব জীবনযাত্রা অনুসরণে আমাদের অগ্রাধিকার প্রতিফলিত। এই উৎসবগুলি পালনের সময় আয়োজকরা কার্বন নিঃসরণ এবং বর্জ্য পদার্থ হ্রাস করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। স্থিতিশীল উন্নয়নকে অগ্রাধিকার দিতে পরিবেশ-বান্ধব উৎসব পালন করতে হবে। 
দেশ জুড়ে দশেরা ও দুর্গাপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ-বান্ধব পদ্ধতিতে উৎসব পালনের প্রস্তুতি চলছে। দশেরা উদযাপনে ডিজিটাল ব্যবস্থাপনা গ্রহণ নজরে আসছে। এখন লেজার শো – এর আয়োজন করা হয়। বর্তমানে দশেরায় মূর্তি তৈরির সময় পুনর্ব্যবহারযোগ্য কাগজ ও প্লাস্টিকের ব্যবহার করা হয়। এখন প্যান্ডেল তৈরির সময় আয়োজকরা থার্মোকল বা প্লাস্টিকের পরিবর্তে বাঁশ, কাঠ, নারকেল ছোবড়া, পাট, কাপড়, খড়, কাগজ এবং আখের ছিবড়ে ব্যবহার করেন। দুর্গা প্রতিমা তৈরি করার সময়ও পরিবেশ-বান্ধব উপাদান ব্যবহার করা হয়। উৎসব পালনের সময় নীল এবং সবুজ ডাস্টবিনের ব্যবস্থা ছাড়াও যেসব অঞ্চলে দর্শনার্থীদের ভিড় বেশি, সেখানে রাতের বেলাতেও সাফাই অভিযান চলে। এ বছর দিল্লিতে বেশ কিছু প্যান্ডেল শুধুমাত্র বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করা হবে। প্রতিমা নীরঞ্জনের জন্য পুকুর খনন করা হয়েছে। পুজোয় ব্যবহৃত ফুল ও অন্যান্য জৈব উপাদান সংগ্রহ করে সেগুলিকে সারের কাজে ব্যবহার করা হবে। প্রসাদ বিতরণের জন্য কাগজের প্লেট ও কলাপাতা ব্যবহার করা হয়। নবরাত্রির দিনগুলিতে উত্তর প্রদেশে প্রতিমা তৈরির সময় পরিবেশ-বান্ধব উপাদানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ‘বর্জ্য মুক্ত পরিচ্ছন্নতা উৎসব’ উদযাপন করা যায়। নবরাত্রির অষ্টম ও নবম দিনে মূর্তিগুলির জন্য অর্পণ স্থল ও অর্পণ কলসের ব্যবস্থা করা হয়েছে। 
মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উদযাপনের সময় পরিবেশ-বান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁশের প্যান্ডেল, কাদামাটির মূর্তি নির্মাণ ছাড়াও ফুল দিয়ে আলপনা আঁকা হয়েছে। থানেতে স্বচ্ছতা (পরিচ্ছন্নতা) পক্ষ উদযাপনের সময় পরিবেশ-বান্ধব গণেশ মূর্তি গড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ২২ হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। পরিবেশ-বান্ধব গণেশ চতুর্থী উদযাপনের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বরা বাড়িতেই মাটির গণেশ মূর্তি বানিয়েছেন। পানভেল পুরসভা ৯৬টি জায়গায় গণেশ প্রতিমা দান কেন্দ্র গড়ে তোলে। এখানে নাগরিকরা তাঁদের গণেশ মূর্তিগুলিকে দান করেন। এই মূর্তিগুলির মধ্যে যে উপাদানগুলি     পুনর্ব্যবহারযোগ্য সেগুলিকে আলাদা করে বিসর্জন দেওয়া হয়। মুম্বাইয়ের নাগরিকরাও পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। বলিউড ব্যক্তিত্ব, কলেজের ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবকরা জুহু বীচে প্রতিমা নীরঞ্জনের সময় যে জঞ্জাল জমেছিল, সেগুলিকে পরিষ্কার করেন। ভরসোবা বীচ থেকে ৮০ হাজার কিলোগ্রাম বর্জ্য পদার্থ সরিয়ে ফেলা হয়। 
বহু রাজ্যে উৎসব উদযাপনের সময় সুস্থায়ী কিছু ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। আসামে গণেশ পুজো উদযাপনকালে বাঁশের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। ডিগবয় পুরসভা প্লাস্টিক মুক্ত গণেশ পুজোর আয়োজন করে। প্যান্ডেল তৈরির সময় জাপি এবং কোরাহির ব্যবহার করা হয়েছে। দিল্লিতে গণেশ প্রতিমা নির্মাণে নারকেলের খোলা এবং কাদামাটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। 
পাটনায় ছট পুজোর সময় পুরসভা বর্জ্য মুক্ত উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছে। জলাশয়ের ঘাটে বর্জ্য সংগ্রহ করে সেগুলিকে আলাদা গাড়িতে তোলা হবে। সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ-বান্ধব পদ্ধতিতে উৎসব উদযাপনের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মাসব্যাপী নানা অনুষ্ঠানের করা হচ্ছে। 
ভারতের শহরাঞ্চল একটি সুরক্ষিত – নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে, যাতে সুস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। এক্ষেত্রে পরিবেশ-বান্ধব পদ্ধতিতে উৎসব উদযাপন অনুঘটকের কাজ করবে। উৎসব উদযাপনের সময় আচরণগত পরিবর্তনের ফলে পরিবেশ-বান্ধব বর্জ্য ও প্লাস্টিক মুক্ত নানা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সময়টা পরিচ্ছন্ন এক দেশ গড়ার। 

PG/CB/SB


(Release ID: 1968499) Visitor Counter : 140