প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এনজিএমএ – এর অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার ও স্মৃতি স্মারকগুলি প্রদর্শিত হয়েছে নমামি গঙ্গে প্রকল্পের সুবিধার্থে এই উপহারগুলি নিলাম করা হবে

Posted On: 02 OCT 2023 4:26PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আধুনিক শিল্পকলার জাতীয় গ্যালারি এনজিএমএ-তে বিভিন্ন সময়ে তাঁকে দেওয়া উপহার ও স্মারকগুলির প্রদর্শনীর বিষয়ে একটি পোস্ট করেছেন।
শ্রী মোদী বলেন, এই উপহার ও স্মারকগুলি তাঁকে দেশে বিভিন্ন সময়ে আয়োজিত নানা অনুষ্ঠানে প্রদান করা হয়েছিল। এই উপহারগুলি ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরম্পরার পরিচায়ক।
প্রধানমন্ত্রী বলেছেন, এই উপহারগুলি নিলাম করা হবে এবং এ থেকে উপার্জিত অর্থ নমামি গঙ্গে প্রকল্পে প্রদান করা হবে। 
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, “আজ থেকে @ngma_delhi-তে আয়োজিত একটি প্রদর্শনীতে সম্প্রতি আমাকে দেওয়া বিভিন্ন উপহার ও স্মারকগুলির একটি প্রদর্শনী চালু হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে আমাকে উপহার দেওয়া এই স্মারকগুলি ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরার পরিচায়ক। 
এই নিলাম থেকে অর্জিত অর্থ নমামি গঙ্গে প্রকল্পে ব্যবহার করা হবে।
আমাকে দেওয়া এই উপহারগুলি আপনাদের সংগ্রহে নেওয়ার সুযোগ করে দেওয়া হ’ল।
এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ঘুরে দেখুন এনজিএমএ – এর এই প্রদর্শনীটি। যাঁরা ব্যক্তিগতভাবে প্রদর্শনীতে পৌঁছতে পারবেন না, তাঁরা এই ওয়েবসাইটে ক্লিক করুন - mmementos.gov.in/#/.

PG/PM/SB….


(Release ID: 1963573) Visitor Counter : 105