আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী ‘এক তারিখ,এক ঘন্টা, এক সাথ’ কর্মসূচীর আওতায় দিল্লির কোপারনিকাস মার্গে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিয়েছেন

प्रविष्टि तिथि: 01 OCT 2023 2:56PM by PIB Kolkata

 নতুন দিল্লি, ১লা অক্টোবর, ২০২৩ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১লা অক্টোবর দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবার যে আহ্বান জানিয়েছিলেন, সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ পরিচ্ছন্নতার জন্য শ্রমদান কর্মসূচীতে অংশ নেন। ‘স্বচ্ছতা হি সেবা’ বা পরিচ্ছন্নতাই সেবা উদ্যোগের অঙ্গ হিসেবে শ্রী পুরী নতুনদিল্লির কোপারনিকাস মার্গের প্রিন্সেস পার্কে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা ছাড়াও এলাকার মানুষ , ছাত্রছাত্রী ও সাফাইকর্মীরা এই অভিযানে যোগ দেন।  
প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত বেতার অনুষ্ঠানের ১০৫তম পর্বে দেশের সকল নাগরিকের কাছে আবেদন রেখেছিলেন, তাঁরা যাতে মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রাক্কালে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে  পরিচ্ছন্নতার জন্য ১ ঘন্টা শ্রমদান করেন। 

PG/CB/AS


(रिलीज़ आईडी: 1962963) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam