প্রতিরক্ষামন্ত্রক
দিল্লি ক্যান্টনমেন্টে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আওতায় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন এবং বৃক্ষ রোপন করেন
Posted On:
01 OCT 2023 11:01AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ অক্টোবর, ২০২৩
স্বচ্ছতা হি সেবা বা পরিচ্ছন্নতাই সেবা কর্মসূচির আওতায় দিল্লি ক্যান্টনমেন্টে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট 'এক তারিখ, এক ঘন্টা, এক সাথ' কর্মসূচি উদযাপন করেছে। পরিচ্ছন্নতা অভিযানে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচির নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং। তিনি এই অনুষ্ঠানে সাফই কর্মীদের নিরলস উদ্যোগের প্রশংসা করেন। মহাত্মা গান্ধী যে স্বচ্ছ ভারত (পরিচ্ছন্ন ভারত)-এর স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সহায়তার আবেদন জানান তিনি।
দেশজুড়ে প্রতিরক্ষা মন্ত্রকের ১,১০০-র বেশি দপ্তরে ২০,০০০ আধিকারিক ও কর্মী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁরা জঞ্জাল সাফাই, পুরানো ফাইলের অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক এবং মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থা পরিচ্ছন্নতাই সেবা কর্মসূচিতে যোগ দেয়।
PG/CB/AS
(Release ID: 1962688)
Visitor Counter : 104