ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
খাদ্য ও গণবন্টন দপ্তর স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আওতায় পয়লা অক্টোবর ৮১১টি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে
Posted On:
30 SEP 2023 12:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
স্বচ্ছতা হি সেবার আওতায় 'এক তারিখ, এক ঘন্টা, এক সাথ' কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণের জন্য পয়াল অক্টোবর খাদ্য ও গণবন্টন দপ্তর বিভিন্ন পরিকল্পনা করেছে। দপ্তরের বিভিন্ন কার্যালয়ে এবং অধীনস্থ রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি দেশজুড়ে ৮১১টি কর্মসূচিতে অংশগ্রহণ করবে। দিল্লির বিভিন্ন স্থানে দপ্তরের সচিব শ্রী সঞ্জীব চোপড়ার নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়া হবে। একই ভাবে খাদ্য ও গণবন্টন দপ্তরের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভারতীয় খাদ্য নিগমের উদ্যোগে নতুন দিল্লির বেঙ্গলি মার্কেট সহ বিভিন্ন অঞ্চল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দপ্তরের ১৩ হাজারের বেশি অধিকারিক ৮১১টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করবেন। এই উদ্যোগকে সফল করে তুলতে যুগ্ম সচিব পর্যায়ের একজন আধিকারিককে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আধিকারিক দপ্তরের উদ্যোগে গৃহীত দেশের নানা প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানের তদারকি করবেন ।
PG/CB/AS
(Release ID: 1962540)
Visitor Counter : 72