ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র সম্প্রতি ই-নিলামে ওপেন মার্কেট সেলস স্কিম (ডি)-এর মাধ্যমে ১.৬৬ এলএমটি গম এবং ০.১৭ এলএমটি চাল বিক্রি করেছে

Posted On: 11 SEP 2023 10:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১  সেপ্টেম্বর, ২০২৩

 

চাল, গম, আটার খুচরা দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকারের উদ্যোগের অংশ হিসেবে গম এবং চাল দু’য়েরই সাপ্তাহিক ই-নিলাম আয়োজিত হয়েছে। ২০২৩-২৪এর একাদশ ই-নিলাম অনুষ্ঠিত হয়েছে ৬.৯.২০২০এ। সারা দেশের ৫০০টি ডিপো থেকে ২.০ এলএমটি গম এবং ৩৩৭টি ডিপো থেকে ৪.৮৯ এলএমটি চাল বিক্রয়ের জন্য দেওয়া হয়। 

ই-নিলামে ১.৬৬ এলএমটি গম এবং ০.১৭ এলএমটি চাল বিক্রি হয়েছে। সারা ভারতে এফএকিউ গমের জন্য সংরক্ষিত দর রাখা হয়েছিল কুইন্টাল প্রতি ২১৫০ টাকা, যার গড় বিক্রয়মূল্য ছিল কুইন্টাল প্রতি ২১৬৯.৬৫ টাকা। অন্যদিকে ইউআরএস গমের জন্য সংরক্ষিত দর রাখা ছিল কুইন্টাল প্রতি ২১২৫ টাকা, যার গড় বিক্রয়মূল্য ছিল কুইন্টাল প্রতি ২১৫০.৮৬ টাকা।

সারা ভারতে চালের সংরক্ষিত দর ছিল কুইন্টাল প্রতি ২৯৫২.২৭ টাকা যার গড় বিক্রয়মূল্য ছিল ২৯৫৬.১৯ টাকা। 

খুচরো মূল্য বেঁধে রাখতে বর্তমানে চালু ই-নিলামে ক্রেতা প্রতি সর্বোচ্চ ১০০ টন পর্যন্ত গম এবং ১০০০ টন পর্যন্ত চাল দেওয়া হচ্ছে। ছোট এবং প্রান্তিক ক্রেতাদের উৎসাহ দিতে এবং আরও বেশি সংখ্যায় যাতে মানুষ তাদের নিজেদের পছন্দমতো ডিপো থেকে প্রয়োজনীয় পরিমানে গম, চাল কিনতে পারেন তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত।

মজুতদারি রুখতে ওএমএসএস (ডি) অধীনে গম বিক্রয় থেকে ব্যবসায়ীদের দূরে রাখা হয়েছে এবং ওএমএসএস (ডি)-এর আওতায় যেসব ময়দা কল গম কিনেছে, সেখানে নিয়মিত তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। ৫.৯.২৩ পর্যন্ত দেশজুড়ে ৮৯৮ বার তল্লাশি অভিযান চালানো হয়েছে। 


AC/AP/NS


(Release ID: 1956354) Visitor Counter : 160