প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Posted On: 30 AUG 2023 10:48AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রী মোদী প্রার্থনা করেছেন, এই উৎসব সকলের জীবনে বন্ধুত্ব ও সম্প্রীতির অনুভূতিতে আরও নিবিড় করে তুলুক। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “আমার পরিবারের সকল সদস্যকে রাখি বন্ধনের শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা এবং অপরিসীম ভালোবাসার রাখি বন্ধনের এই উৎসব আমাদের সংস্কৃতির এক প্রতিফলন। এই উৎসব সকলের জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিতে আরও নিবিড় করে তুলুক, সেই প্রার্থনা করি।” 

 

AC/SS/SKD


(Release ID: 1953492) Visitor Counter : 129