প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

চন্দ্রযান-৩ নিয়ে বিশ্ব নেতাদের অভিনন্দন বার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 24 AUG 2023 11:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪শে আগষ্ট ২০২৩

 


চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণে অনেক    বিশ্ব নেতা ভারতকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের অভিনন্দন বার্তার জন্য এক্স-এ ধন্যবাদ জানিয়েছেন। 
মার্কিন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতির বার্তার উত্তরে প্রধানমন্ত্রীর এক্স-এ বলেছেন ; 
@VP @KamalaHarris আপনার আন্তরিক অভিনন্দনের জন্য ধন্যবাদ জানাই।  চন্দ্রযান-৩ এর সাফল্য কেবল ভারতের জন্যই নয়, বরং বিশ্ব মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক মাইল ফলক স্বরূপ। মহাকাশ অনুসন্ধানে সহযোগিতার উদ্যম আমাদের অগ্রগতির যাত্রাপথকে আরো ত্বরান্বিত করবে।
মরিশাসের প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে প্রধানমন্ত্রী এক্স-এ বলেছেন ; 
 আমার বন্ধু প্রধানমন্ত্রী @KumarJugnauth আপনার আন্তরিক অভিনন্দন বার্তার জন্য ধন্যবাদ জানাই। চন্দ্রযান-৩ এর সাফল্য সমগ্র ভারতবাসীর যৌথ সংকল্পের সাক্ষ্য স্বরূপ। 
ইতালির প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে প্রধানমন্ত্রী এক্স-এ বলেছেন ;
মান্যবর @giorgiameloni আপনার আন্তরিক অভিনন্দনের জন্য ধন্যবাদ জানাই। ইতালির সঙ্গে আমাদের বন্ধুত্ব অত্যন্ত মূল্যবান। দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনে আপনার উপস্থিতির জন্য আগ্রহভরে অপেক্ষা করছি। 
জাপানের প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে প্রধানমন্ত্রী এক্স-এ বলেছেন ; 
প্রধানমন্ত্রী @kishida230 আপনার অভিনন্দন বার্তার জন্য ধন্যবাদ জানাই। এটা নিঃসন্দেহে এক বিশেষ সাফল্য যা বিশ্বের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। 
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে প্রধানমন্ত্রী এক্স-এ বলেছেন ;
আমাদের প্রয়াসকে স্বীকৃতি দেওয়ায় আপনাকে ধন্যবাদ। এই মাইল ফলক ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি এবং আমাদের বৈজ্ঞানিকদের অদম্য প্রয়াসের সাক্ষ্য বহন করছে। @LeoVaradkar
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার উত্তরে প্রধানমন্ত্রী এক্স-এ বলেছেন ;
ধন্যবাদ প্রধানমন্ত্রী @anwaribrahim কে। আমাদের এই সাফল্যে মালয়েশিয়ার আন্তরিকতা ও গর্ববোধ নিঃসন্দেহে প্রশংসা যোগ্য। 


AG/AB /SG/


(Release ID: 1952055) Visitor Counter : 114