উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বার্ষিকীতে রাজ্যসভার শ্রদ্ধাজ্ঞাপন

এই দিনটি সাংসদদের আত্মসমীক্ষার এবং নিজেদের নৈতিক অবদানের প্রতিচ্ছবি দেখার সুযোগ করে দেয় – উপরাষ্ট্রপতি

‘ভারত ছাড়ো’ ডাক এই অমৃতকালে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, বললেন উপরাষ্ট্রপতি

Posted On: 09 AUG 2023 1:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ আগস্ট, ২০২৩

ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৮১ তম বার্ষিকীতে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান শ্রী জগদীপ ধনখড় আজ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। রাজ্যসভায় তাঁর বিবৃতিতে তিনি দেশের সার্বভৌমত্ব ও সংহতি বজায় রাখার এবং দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানান। 

এই উপলক্ষ্য সাংসদদের আত্মসমীক্ষার এবং নিজেদের নৈতিক অবদানের প্রতিচ্ছবি দেখার সুযোগ করে দেয় বলে উপরাষ্ট্রপতি মন্তব্য করেন। দেশের সেবায়, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরণে এবং জাতিসত্তার নিরিখে ভারতের জন্য এক গর্বের স্থান সুনিশ্চিত করার লক্ষ্যে নিজেদের উৎসর্গ করতে সাংসদদের প্রতি আহ্বান জানান তিনি। 

উপরাষ্ট্রপতি বলেন, ‘ভারত ছাড়ো’-র ডাক অমৃতকালে আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মানুষ যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিষ্ঠা ও ঐকান্তিকতা নিয়ে একযোগে কাজ করে, তাহলে এই আন্দোলনের মাধ্যমে তাদের সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার হবে। 

মহাত্মা গান্ধীর ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ শ্লোগানের উল্লেখ করে শ্রী ধনখড় বলেন, এই মন্ত্র জাতির মধ্যে এমন এক শক্তির সঞ্চার করেছিল যা আমাদের জাতিকে ঔপনিবেশিক শাসনের জোয়াল থেকে বের করে এনে স্বাধীনতার লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। 

শ্রী ধনখড় তাঁর বিবৃতিতে দারিদ্র দুরীকরণ, সাক্ষরতার প্রসার, বৈষম্য নির্মূল ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে স্বাধীনতার পর যেসব প্রয়াস চালানো হয়েছে, সেগুলির প্রশংসা করেন। আমরা যখন ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ পূর্তির দিকে এগিয়ে চলেছি, তখন এইসব ক্ষেত্রে অর্জিত অগ্রগতি আমাদের গর্বের কারণ বলে তিনি মন্তব্য করেন। 

স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা জানাতে রাজ্যসভার সদস্যরা নীরবতা পালন করেন। 

AC/SD/SKD



(Release ID: 1947082) Visitor Counter : 117