প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রী সীতা দহলের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 12 JUL 2023 1:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই , ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কুমার দহলের স্ত্রী সীতা দহলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন এবং নেপালের প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান।

 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

"সীতা দহলের প্রয়াণের খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। @cmprachandaর প্রতি গভীর সমবেদনা জানাই এবং বিদেহী আত্মার শান্তি কামনা করি।  ওঁ  শান্তি।"

 

 

AC/CB/AS/


(Release ID: 1946126)