মানবসম্পদবিকাশমন্ত্রক

শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং শ্রী এস জয়শঙ্কর যৌথভাবে নতুন দিল্লিতে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ (এসআইআই) পোর্টালের সূচনা করেছেন

Posted On: 03 AUG 2023 4:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভারতকে শিক্ষার গ্লোবাল হাব হিসেবে গড়ার স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে যৌথভাবে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ (এসআইআই) পোর্টালের সূচনা করলেন। শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার; শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী; শিক্ষা ও বিদেশ প্রতিমন্ত্রী শ্রী রাজকুমার সিং; সাংসদ ডঃ মহেশ শর্মা; শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ১০টি দেশের রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতে পঠনরত রাশিয়া, থাইল্যান্ড, জাপান, ইথিওপিয়া, ইকুয়েডর, কাজাখস্থান এবং দক্ষিণ কোরিয়ার ছাত্রছাত্রীরা মাননীয় অতিথিদের হাতে তাঁদের নিজ দেশের উপহার তুলে দিলেন স্মারক হিসেবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টাল-ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্ত তথ্য জানা যাবে। শুধুমাত্র স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল পর্যায়ের কর্মসূচিই নয়, যোগ, আয়ুর্বেদ, প্রাচীন শিল্প ইত্যাদির মতো ভারতীয় জ্ঞান-ব্যবস্থার পাঠ্যক্রম সম্পর্কেও তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট-পোর্টালটিতে পাওয়া যাবে পাঠ্যক্রম, গবেষণা সহায়তা এবং এই সংক্রান্ত তথ্য। নতুন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক প্রতিষ্ঠান বা পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই পোর্টালটি ওয়ান-স্টপ সমাধানের মতো যেখানে ছাত্রছাত্রীরা নথিভুক্তির পাশাপাশি ভিসার আবেদনও করতে পারবেন। 

অনুষ্ঠানে শ্রী প্রধান বলেন যে এসআইআই পোর্টালটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যার মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সহজভাবে জানতে পারবেন বিদেশি ছাত্রছাত্রীরা। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি এসআইআই পোর্টাল থেকে বোঝা যাবে ভারতকে পছন্দের শিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা। একইসঙ্গে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষাক্ষেত্রের সীমানা মুছে দেওয়া হয়েছে এর মাধ্যমে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন শিক্ষাকে ভূ-রাজনৈতিক সীমানা ছাড়িয়ে নিয়ে যাওয়া। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টাল সারা বিশ্বের ছাত্রছাত্রীদের কাছে উচ্চশিক্ষার জন্য ভারতকে বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সমাবেশে ডঃ এস জয়শঙ্কর বলেন, এই পোর্টাল বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানানোর মাধ্যমে ভারতকে শিক্ষার গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা প্রকাশ করছে। আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে ব্র্যান্ড ‘ইন্ডিয়া’ গড়ে তোলাই এই পোর্টালের লক্ষ্য। নথিভুক্তিকরণ থেকে ভিসার অনুমোদন এবং কাঙ্ক্ষিত পাঠ্যক্রম এবং প্রতিষ্ঠান বেছে নেওয়া - সব ক্ষেত্রেই পোর্টালটি ভারতে পঠনেচ্ছু ছাত্রছাত্রীদের সাহায্য করবে। মন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য দেশের ছাত্রছাত্রীরাও আরও নিবিড়ভাবে সারা বিশ্বকে জানতে পারবে এবং নিজেদের তার উপযোগী করে গড়ে তুলতে পারবে। জাতীয় শিক্ষানীতি, ২০২০-র রূপায়ণের ফলে ভারতে ইতিমধ্যেই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি ঘটছে এবং আমাদের নামী প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস খুলছে বিদেশে বলে তিনি জানান।

AC/AP/DM



(Release ID: 1945645) Visitor Counter : 101