খনিমন্ত্রক

সংসদে খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৩ পাশ

Posted On: 02 AUG 2023 5:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ অগাস্ট, ২০২৩ 


রাজ্যসভায় আজ খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৩ পাশ করা হয়েছে। এই বিলটি ২৮ জুলাই লোকসভায় পাশ হয়েছিল। রাজ্যসভাতেও পাশ হওয়ার পর বিলটি এখন আইনে পরিণত করতে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সম্মতির জন্য পাঠানো হবে।
খনিজ ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের লক্ষ্যে খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বিল, ১৯৫৭’কে ২০১৫ সালে আমূল সংশোধন করা হয়েছিল। বিশেষ করে, খনন কাজের জন্য প্রভাবিত জনগণ ও ঐ অঞ্চলের কল্যাণের জন্য জেলা খনিজ ফাউন্ডেশন স্থাপন করা হয় এবং অনুসন্ধানের উপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়াও, অবৈধ খনন  রুখতে কঠোর শাস্তি সুনিশ্চিত করা হয় এবং খনিজ ক্ষেত্রে সংশোধনের জন্য জাতীয় খনিজ অনুসন্ধান ট্রাস্ট স্থাপন করা হয়। খনিজ পদার্থ বন্টনের জন্য নিলাম প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়। ২০২১ সালে খনি ও খনিজ ক্ষেত্রের বিল পুনরায় সংশোধন করা হয়েছিল। 
সোনা, রূপা, হীরে, লিথিয়াম, কোবাল্ট, দস্তা, সীসা, মলিবডেনাম সহ বিভিন্ন খনিজ পদার্থের জন্য নিলাম বাধ্যতামূলক করা হয়েছে। 
খনন কাজে বেসরকারি সংস্থাগুলির অন্তর্ভুক্তিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজ হবে। কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিলামের জন্য কেন্দ্রীয় সরকারকে অধিক ক্ষমতা প্রদানের ব্যবস্থা রয়েছে নতুন এই বিলে। সংসদে পাশ হওয়া সংশোধিত বিলটিতে গুরুত্বপূর্ণ খনিজের জন্য লাইসেন্স নিলামের অধিকারও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। নিলাম প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার আয়োজন করলেও সফল সংস্থাকে লাইসেন্স প্রদান করবে কেবলমাত্র রাজ্য সরকারই। 

CG/PM/SB



(Release ID: 1945327) Visitor Counter : 147