তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রকাশনা বিভাগ দিল্লি বই মেলা ২০২৩-এ অসাধারণ প্রদর্শনের জন্য পুরস্কৃত হয়েছে
Posted On:
02 AUG 2023 6:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ আগস্ট, ২০২৩
ভারত সরকারের প্রকাশনা বিভাগ দিল্লি বই মেলা২০২৩-এ রৌপ্য পদক পেয়েছে। নতুন দিল্লির প্রগতি ময়দানে আজ বই মেলার সমাপ্তি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। প্রকাশনা বিভাগের প্রধান এবং মহানির্দেশক শ্রীমতী অনুপমা ভাটনগর, ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও), ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিসার্স (এফআইপি) এবং প্রকাশনা বিভাগের বরিষ্ঠ আধিকারিক এবং আয়োজকদের উপস্থিতিতে এই পুরস্কার গ্রহণ করেন।
নতুন দিল্লির প্রগতি ময়দানে এফআইপি-র সহযোগিতায় আইটিপিও ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ২৭তম দিল্লি বই মেলার আয়োজন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রকাশনা বিভাগ বই মেলার ১১ নম্বর হলের ১২ নম্বর স্টলে প্রদর্শনীতে তাদের বই এবং পত্রপত্রিকা তুলে ধরে।
মেলায় দর্শকেরা প্রকাশনা বিভাগের সংগ্রহের নানা বইয়ের প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। প্রদর্শশিত বইগুলির মধ্যে দেশ গঠনের ইতিহাস ও ঐতিহ্য থেকে শুরু করে জীবনচরিত, শিশু সাহিত্য ছাড়াও ছিল নানা পাঠ সহায়ক বই। মূল্যবান বইগুলির মধ্যে রাষ্ট্রপতি ভবনের ওপরে লেখা বই, ছাড়াও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণের নির্বাচিত সংগ্রহ ছিল। প্রকাশনা বিভাগই কেবলমাত্র এগুলি প্রকাশ করে থাকে। এই সব বই দর্শকদের প্রশংসালাভ করেছে।
‘ইন্ডিয়া/ভারত’ নামে প্রকাশনা বিভাগের জনপ্রিয় বার্ষিক সংখ্যা ছিল স্টলে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও শিল্পকলার ওপরে প্রকাশনা বিভাগের ছবির বই দর্শকদের মন কাড়ে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্র প্রকাশনা বিভাগের বিশেষ বই ‘যোজনা ক্লাসিক’-এর গতকাল আনুষ্ঠানিক প্রকাশ করেন। বইটি খুব শীঘ্রই প্রকাশনা বিভাগের বুক গ্যালারি, সূচনা ভবন এবং ওয়েবসাইট - www.publicationsdivision.nic.in-এ পাওয়া যাবে।
বই ছাড়াও প্রকাশনা বিভাগের বহুল প্রচারিত জনপ্রিয় সাময়িকপত্র বিশেষকরে - যোজনা, কুরুক্ষেত্র, আজকাল, বালভারতী দর্শকদের প্রশংসা লাভ করে। দর্শকরা প্রকাশনা বিভাগের এমপ্লয়মেন্ট নিউজ, রোজগার সমাচারকে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ এইগুলিতে নিয়মিত চাকরির খবর পাওয়া যায়।
AC/AB/AS
(Release ID: 1945316)
Visitor Counter : 92