পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রাম পঞ্চায়েতগুলির ডিজিটাইজেশন

Posted On: 02 AUG 2023 3:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ আগস্ট, ২০২৩

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের সবকটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ই-পঞ্চায়েত মিশন মোড প্রকল্প (এমএমপি) রূপায়ণ করছে। এর লক্ষ্য হল, পঞ্চায়েতগুলির কাজকর্মের পুনরুজ্জীবন ঘটিয়ে সেগুলিকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও কার্যকর করে তোলা। পঞ্চায়েতের পরিকল্পনা, হিসেবনিকেশ ও বাজেট প্রস্তুতির কাজকে আরও সহজ করে তুলতে মন্ত্রক, ই-গ্রাম স্বরাজ নামে একটি অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন চালু করেছে। বিক্রেতা ও পরিষেবা প্রদানকারীদের যাতে সময় মতো অর্থ প্রদান করা যায়, সেজন্য ই-গ্রাম স্বরাজকে গণ আর্থিক ব্যবস্থাপনা প্রক্রিয়ার (পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম - পিএফএমএস) সঙ্গে সংযুক্ত করা হয়েছে। 

দেশের সব গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দিতে টেলি যোগাযোগ দপ্তর ভারত নেট প্রকল্প রূপায়ণ করছে। প্রকল্পের প্রথম পর্যায় ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। ভারত নেট প্রকল্পের প্রথম পর্যায়ে ১ লক্ষ ২৩ হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ১ লক্ষ ২২ হাজার গ্রাম পঞ্চায়েতকে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত করে ফেলা সম্ভব হয়েছে। ভারত নেটের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এই পর্যায়ে ১ লক্ষ ৪৪ হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭৭ হাজারেরও বেশি গ্রাম পঞ্চায়েতকে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত করে তোলা হয়েছে। 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উন্নয়ন এবং সেগুলিকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে পঞ্চায়েতি রাজ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির আওতায় নানা ধরণের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিছু সময় অন্তর জারি করা হচ্ছে নির্দেশিকা। ভালো কাজ করা পঞ্চায়েতগুলিকে আর্থিক উৎসাহদান, পঞ্চায়েতগুলির সক্ষমতা বাড়িয়ে সেগুলিকে আরও দক্ষ ও কার্যকর করে তোলার লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহায়তাদান, বাজেট প্রস্তুতি, হিসেবনিকেশ ও নিরীক্ষার পদ্ধতি আরও মজবুত করা, পঞ্চায়েতগুলির উন্নয়ন পরিকল্পনায় রাজ্যকে সহায়তার মতো বহু পদক্ষেপ মন্ত্রক নিচ্ছে।

পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েতের সংখ্যা ৩ হাজার ৩৪০। এর মধ্যে ৩ হাজার ২২৯টি কার্যকর রয়েছে। যার মধ্যে অনলাইন অর্থ প্রদানের সুবিধা রয়েছে ৩ হাজার ২১৮টিতে। 

AC/SD/SKD


(Release ID: 1945288) Visitor Counter : 262