জলশক্তি মন্ত্রক
নির্মল গঙ্গা জাতীয় মিশনে ৬৯২ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন
উত্তর প্রদেশের জন্য ৬৬১ কোটি টাকা মূল্যের ৩টি নিকাশী ব্যবস্থা প্রকল্পের অনুমোদন
দেশের ৬০টি শহরে নগর নদী ব্যবস্থাপনা প্রস্তুতি প্রকল্পে অনুমোদন কমিটির
Posted On:
01 AUG 2023 11:56AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ আগস্ট, ২০২৩
নির্মল গঙ্গা জাতীয় মিশনের কার্যনির্বাহী কমিটির ৫০তম বৈঠক অনুষ্ঠিত হল। কমিটির মহানির্দেশক শ্রী জি অশোক কুমারের পৌরোহিত্যে এই বৈঠকে ৬৯২ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই ৭টির মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের নিকাশী ব্যবস্থাপনার জন্য ৪টি প্রকল্প রয়েছে। এ পর্যন্ত কমিটি ৩৮,১২৬ কোটি টাকার মোট ৪৫২টি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে ২৫৪টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।
উত্তর প্রদেশের নিকাশী ব্যবস্থাপনার জন্য ৬৬১.৭৪ কোটি টাকার ৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে লক্ষ্ণৌতে প্রাত্যহিক ১০০ মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন একটি নিকাশী ব্যবস্থাপনা প্ল্যান্ট রয়েছে। এছাড়া দরিয়াবাদ পিপলঘাট এবং দরিয়াবাদ কাকারাঘাটে নিকাশী ব্যবস্থাপনার কাজ করা হবে। প্রয়াগরাজে গড়ে তোলা হবে প্রাত্যহিক ৫০ মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন একটি নিকাশী ব্যবস্থাপনা প্ল্যান্ট। প্রায় ১৮৬.৪৭ কোটি টাকা ব্যয়ে নৈনি নিকাশী ব্যবস্থাপনা প্ল্যান্টের আধুনিকীকরণ করা হবে। এছাড়া হাপুর শহরের নোংরা জল গঙ্গার শাখানদী কালীতে যাতে আর না পড়ে তা নিশ্চিত করতে সেখানে প্রাত্যহিক ৬ মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন একটি নিকাশী ব্যবস্থাপনা প্ল্যান্ট গড়ে তোলা হবে।
বিহারের রক্সৌল শহরে পিপড়াঘাট ও ছাতিয়াঘাট নর্দমার নোংরা জল শোধনের প্রাত্যহিক ৫ ও ৭ মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন দুটি নিকাশী ব্যবস্থাপনা প্ল্যান্ট গড়ে তোলার প্রস্তাব কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে।
শহরাঞ্চলে কার্যকর জল ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে নগর নদী ব্যবস্থাপনা পরিকল্পনা সংক্রান্ত প্রকল্প অনুমোদিত হয়েছে। এর আওতায় ৬০-৭০টি পরিকল্পনা প্রণয়ন করা হবে। দুটি পর্যায়ে এই প্রকল্পের রূপায়ণের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম বছরে ২৫টি এবং পরের বছরে ৩৫টি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে উত্তরাখন্ডের দেরাদুন, হরিদ্বার, ঋষিকেষ, হলদোয়ানি ও নৈনিতাল; উত্তর প্রদেশের লক্ষ্ণৌ, বারাণসী, আগ্রা, সাহারানপুর ও গোরক্ষপুর; বিহারের পাটনা, দ্বারভাঙা, গয়া, পূর্ণিয়া ও কাটিহার; ঝাড়খন্ডের রাঁচি, আদিত্যপুর, মেদিনী নগর, গিরিডি ও ধানবাদ এবং পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, নবদ্বীপ ও হাওড়া এই প্রকল্পের আওতায় আসবে। এটি নমামী গঙ্গে প্রকল্পের আওতায় নদী শহর জোটের একটি অংশ হবে। এই প্রকল্পের অর্থ দেবে বিশ্বব্যাঙ্ক।
এই প্রথম দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার গঙ্গা অ্যাকোয়া লাইফ কনজারভেশন মনিটারিং সেন্টারে মিষ্টি জলের বাস্তুতন্ত্র ও সংরক্ষণ বিষয়ে এমএসসি পাঠক্রম চালু করা হচ্ছে। এ বাবদ ১০ বছরে ৬.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের খড়গপুরের বারকোলায় একটি বৈদ্যুতিক চুল্লি নির্মাণের প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়।
CG/SD/NS
(Release ID: 1945076)
Visitor Counter : 92