যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর গ্রেটার নয়ডায় ভারতে আয়োজিত প্রথম এশীয় যুব ও জুনিয়র ভারোত্তলন চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেছেন

Posted On: 27 JUL 2023 8:17PM by PIB Kolkata

 নতুনদিল্লি ২৭ জুলাই,২০২৩

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ভারতে আয়োজিত প্রথম এশীয় যুব ও জুনিয়র ভারোত্তলন চ্যাম্পিয়নশীপ ২০২৩-এর উদ্বোধন করেছেন । গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ২৭ জুলাই এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হয় ।
    এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩০ জনেরও বেশি ভারতীয় ভারোত্তলক অংশ নেবেন । ভারতের অংশগ্রহনকারীদের মধ্যে খেলো ইন্ডিয়ায় অংশ নেওয়া ক্রীড়াবীদরাও থাকছেন, যারা গতমাসে কমনওয়েল্থ ভারোত্তলন চ্যাম্পিয়নশীপে সর্বশ্রেষ্ঠ সাফল্যের নজির গড়ে ভারতকে মোট ৬১ টি পদক এনে দিয়েছেন ।
    অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী ঠাকুর বলেন, “ভারত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করায় আমি খুশি । এতে এশীয় অঞ্চল থেকে ১৫ টিরও বেশি দেশ, দুশো ক্রীড়াবীদ, ৫০-এরও বেশি কারিগরি কর্মী এবং প্রশিক্ষক অংশ নেবেন । ক্রীড়াক্ষেত্রে এই জাতীয় অনুষ্ঠান আগামীদিনের সাফল্যের নির্ণায়ক । অংশগ্রহনকারী ক্রীড়াবীদদের সার্বিক সাফল্য কামনা করছি” ।
    ভারতে ভারোত্তলন ফেডারেশনের প্রশংসা করে শ্রী ঠাকুর বলেন, “অল্প সময়ের ব্যবধানে এই জাতীয় এক বিরাট মাপের চ্যাম্পিয়নশীপের আয়োজন করা সহজ কথা নয় । তবে, ইচ্ছা থাকলে উপায় হয় এবং ভারোত্তলন ফেডারেশনের সভাপতি সহদেব যাদবের নেতৃত্বে তা প্রমাণিত হয়েছে” ।
    কেন্দ্রীয় মন্ত্রী খ্যাতনামা ভারতীয় ভারোত্তলক কারনাম মালেশ্বরী, মীরাবাই চানুর মতো ব্যক্তিত্বদের উল্লেখ করে বলেন, তারা তরুণ ক্রীড়াবীদদের উৎসাহ ও শক্তি জুগিয়েছেন । ভারতের মার্টিনা দেবী, হর্ষদ গৌড়, ধানুস লোগানাথনের মতো তরুণ ক্রীড়াবীদদের দলকে তিনি অভিনন্দন জানান । ইতিপূর্বে তাঁরা সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা সহ খেলো ইন্ডিয়া ক্রীড়ায় অংশ নিয়ে অনেক পদক জয় করেছেন ।
    এশীয় যুব এবং জুনিয়র ভারোত্তলন প্রতিযোগিতা শুরু হবে ২৮ জুলাই  এবং তা শেষ হবে ৫ অগাষ্ট ।
CG/AB/CS……28-07-2023.. WORD (285)


(Release ID: 1943548) Visitor Counter : 121