শিল্পওবাণিজ্যমন্ত্রক

লোকসভায় গৃহীত জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল ২০২৩

জীবনযাত্রা আরও সহজ করে তোলা এবং ব্যবসাসহায়ক পরিবেশ সৃষ্টি এই বিলের লক্ষ্য

বিলে ১৯টি মন্ত্রক / দপ্তরের ৪২টি কেন্দ্রীয় আইন অপরাধমুক্ত করার জন্য ১৮৩টি বিধি সংশোধনের প্রস্তাব রয়েছে

Posted On: 27 JUL 2023 7:12PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৭ জুলাই, ২০২৩


লোকসভায় জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল ২০২৩ পাশ হয়েছে।

২০২২ সালের ২২শে ডিসেম্বর এই বিলটি লোকসভায় প্রথম পেশ করা হয়েছিল। এরপর সেটিকে সংসদীয় যৌথ কমিটির কাছে পাঠানো হয়। সংসদীয় যৌথ কমিটি বিলের বিষয়বস্তু নিয়ে ১৯টি মন্ত্রক / দপ্তর, আইন মন্ত্রক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিশদ আলোচনা করে। কমিটি ০৯.০১.২০২৩ থেকে ১৭.০২.২০২৩-এর মধ্যে নয়বার বৈঠকে বসে বিলটির প্রতিটি ধারা পরীক্ষা করে দেখেছে। ১৩.০৩.২০২৩ তারিখে কমিটি বিলের ওপর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে।

কমিটির এই প্রতিবেদন রাজ্যসভায় চলতি বছরের ১৭ই মার্চ এবং লোকসভায় ২০শে মার্চ পেশ করা হয়। কমিটি বিলে আরও কয়েকটি সংশোধনী আনার প্রস্তাব দিয়েছিল। এছাড়াও আরও ৭টি সাধারণ সুপারিশ করে কমিটি, যার মধ্যে ৬টি সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রক / দপ্তরগুলি গ্রহণ করে।

বিলে ১৯টি মন্ত্রক / দপ্তরের ৪২টি কেন্দ্রীয় আইন অপরাধমুক্ত করার জন্য ১৮৩টি বিধি সংশোধনের প্রস্তাব রয়েছে।

এই বিলে যেসব ব্যবস্থার সংস্থান রয়েছে সেগুলি হল –
ক) অপরাধের সঙ্গে সাজুয্য রেখে জরিমানার পরিমাণ পুনর্নির্ধারণ;
খ) বিষয় নিষ্পত্তির জন্য আধিকারিক নিয়োগ;
গ) আবেদন দাখিলের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ গঠন এবং
ঘ) নির্দিষ্ট সময় অন্তর জরিমানার পরিমাণ বৃদ্ধি।

এর ফলে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা হল –
১. এই সংশোধনী বিল অপরাধমূলক সংস্থানগুলিকে যুক্তিগ্রাহ্য করে তুলবে এবং নাগরিক, ব্যবসায়ী ও সরকারি দপ্তরগুলি ছোটখাট পদ্ধতিগত ত্রুটির জন্য শাস্তির ভয় থেকে মুক্ত হবে।
২. অপরাধের শাস্তি, অপরাধের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এই বিল অপরাধ এবং তার শাস্তির মধ্যে একটি ভারসাম্য স্থাপন করবে।
৩. কারিগরি / প্রক্রিয়াগত ছোটখাট ত্রুটির জন্য ফৌজদারি শাস্তি ন্যায় বিচারকে ব্যাহত করে এবং গুরুতর অপরাধের বিচারকে পিছনের সারিতে ঠেলে দেয়। এই বিল বিচার ব্যবস্থার ওপর অযৌক্তিক চাপ কমাতে এবং বকেয়া মামলার সংখ্যা কমিয়ে বিচার ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর হয়ে উঠতে সাহায্য করবে।
৪. নাগরিক এবং নির্দিষ্ট কিছু বিভাগের সরকারি কর্মচারীদের ওপর প্রভাব পড়ে এমন কিছু বিধি অপরাধমুক্ত হওয়ায় তারা এখন ছোটখাট ত্রুটির জন্য কারাদন্ডের ভয় পাবেন না।
৫. আইনকে যুক্তিগ্রাহ্য করে তোলার এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে ব্যবসার বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই বিল এক মাইলফলক। ভবিষ্যতে বিভিন্ন আইন সংশোধনের ক্ষেত্রেও এই বিল দিশানির্দেশ করবে।

 


CG/SD/AS/ 28 July, 2023... (419)



(Release ID: 1943531) Visitor Counter : 276


Read this release in: English , Urdu , Hindi , Tamil