আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্ট্রিট ভেন্ডরদের জন্য বিশেষ মোবাইল অ্যাপ

प्रविष्टि तिथि: 27 JUL 2023 4:05PM by PIB Kolkata

                                                                                                                                                                                                 নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৩
 
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ২০২৩-এর ১ জুন স্ট্রিট ভেন্ডরদের জন্য ‘পিএম স্বনিধি’ মোবাইল অ্যাপ-এর সূচনা করেছে। এই মোবাইল অ্যাপ-এর সাহায্যে স্ট্রিট ভেন্ডররা ‘পিএম স্বনিধি’ কর্মসূচির অধীনে ঋণ এবং সুপারিশপত্রের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও তাঁরা ঋণের আবেদনপত্রের অবস্থিতি এবং ক্যাশব্যাকের ইতিহাসও জানতে পারবেন।

২৬/০৪/২০২২-এ অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ‘পিএম স্বনিধি’ কর্মসূচির অধীনে ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে প্রথম দফায় ৪২ লক্ষ, দ্বিতীয় দফায় ১২ লক্ষ এবং তৃতীয় দফায় ৩ লক্ষ টাকার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছিল।

‘প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি’ (পিএম স্বনিধি) কর্মসূচির সূচনা হয় স্ট্রিট ভেন্ডরদের পুনরায় বাণিজ্য শুরু করানোর জন্য জামানতমুক্ত কার্যকরি মূলধন যোগানোর উদ্দেশ্য নিয়ে। ২০২৩-এর ২০ জুলাই পর্যন্ত এই কর্মসূচিতে ৫০.৬৩ লক্ষ ঋণ দেওয়া হয়েছে যার আর্থিক মূল্য ৬,৪৯২.০২ কোটি টাকা। এই ঋণ পেয়েছেন ৩৮.৫৩ লক্ষ স্ট্রিট ভেন্ডর।

শহরাঞ্চলের স্ট্রিট ভেন্ডরদের জন্য এই কর্মসূচি। এছাড়াও, এই কর্মসূচির অধীনে ঋণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২০২২-এর মার্চ থেকে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত। এর ফলে এই কর্মসূচির অধীনে আরও বেশি সংখ্যক ভেন্ডর আসতে পারবেন।

‘পিএম স্বনিধি’ কর্মসূচির অধীনে ‘স্বনিধি সে সমৃদ্ধি’-র সূচনা হয়েছিল ২০২১-এর ৪ জানুয়ারি যাতে সুবিধাপ্রাপ্তদের পরিবারকে সুরক্ষিত রাখা যায় এবং তাঁদের জীবনযাপনের মান উন্নত হয়।

এটি সুবিধাপ্রাপ্তদের পরিবারকে ভারত সরকারের চালু আটটি কল্যাণমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে যাতে তাদের আর্থ-সামাজিক উন্নতি ঘটে। এই কর্মসূচিগুলি হল – ‘পিএম জীবন জ্যোতি বিমা যোজনা’, ‘পিএম সুরক্ষা বিমা যোজনা’, ‘পিএম জন ধন যোজনা’, ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’, ‘পিএম শ্রমযোগী মানধন যোজনা’, ‘রেজিস্ট্রেশন আন্ডার বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স (বিওসিডব্লিউ)’, ‘জননী সুরক্ষা যোজনা’ এবং ‘পিএম মাতৃ বন্দনা যোজনা’।

আজ লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।

CG/AP/DM/


(रिलीज़ आईडी: 1943330) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu