প্রতিরক্ষামন্ত্রক
সৈনিক স্কুলে ছাত্রী
Posted On:
24 JUL 2023 2:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২৩
সৈনিক স্কুলে বর্তমানে ছাত্রীর সংখ্যা ১,২৯৯। ১৮.০৭.২০২৩ তারিখ অনুযায়ী এই তথ্য দেওয়া হয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া সৈনিক স্কুলে বর্তমানে ছাত্রীর সংখ্যা ৩১।
অংশীদারিত্বের ভিত্তিতে যে সৈনিক স্কুল খোলা হয়েছে তাতে ১৮.০৭.২০২৩ অনুযায়ী ৩০৩ জন ছাত্রী রয়েছে। দেশে ৩৩টি সৈনিক স্কুলে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়াশোনার সুযোগ রয়েছে। রাজ্যসভায় আজ ডঃ অনিল সুখদেও রাও-এর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট এই তথ্য জানান।
CG/PM/NS…. 24.07.23... 100
(Release ID: 1942718)
Visitor Counter : 120