বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রবাসী ভারতীয় বিজ্ঞানীদের দেশের বিভিন্ন উদ্যোগে যুক্ত হওয়ার আর্জি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর : বললেন, এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক ফেলোশিপ চালু করেছেন

Posted On: 21 JUL 2023 4:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৩


 
১৪তম দূষণমুক্ত শক্তি সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠক (সিইএম-১৪) এবং অষ্টম মিশন উদ্ভাবন (এমআই-৮) বৈঠকে আজ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী, পেনশন, পার্সোনেল ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বিদেশে বসবাসরত ভারতীয় বিজ্ঞানীদের দেশের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। এই বৈঠকে বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। 

মন্ত্রী বলেন, এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক ফেলোশিপ (বৈভব) চালু করেছেন। গবেষণায় নিযুক্ত ভারতীয় বংশোদ্ভূতদের (এনআরআই) / ওসিআই / পিআইও) বিজ্ঞান / প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই ফেলোশিপ প্রদান করা হবে। কোয়ান্টাম প্রযুক্তি, শক্তি ও ম্যাটেরিয়াল সায়েন্স সহ ১৮টি ক্ষেত্রে ফেলোশিপের জন্য ৭৫ জনকে বেছে নেওয়া হয়েছে।

শ্রী সিং বলেন, আজকের বিশ্ব পরস্পরের সঙ্গে যুক্ত এবং পরস্পরের ওপর নির্ভরশীল। তাই, সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। ডঃ জিতেন্দ্র সিং উপস্থিত প্রতিনিধিদের জানান, ‘মিশন ইনোভেশন’ বা মিশন উদ্ভাবন শব্দবন্ধটি তৈরি করেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রসঙ্ঘ তাঁর নেতৃত্বগুণকে স্বীকৃতি দিয়েছে। 

তিনি আরও বলেন, দূষণমুক্ত শক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে বিশেষ নজর দিয়ে এসেছেন এবং ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছেন। শ্রী সিং আরও বলেন, আমাদের বর্তমান লক্ষ্য হল সরকারি ও বেসরকারি অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দূষণমুক্ত শক্তি উৎপাদনে গতি আনা। এই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ডঃ সিং জানান, আগামীকাল জি-২০ শক্তি রূপান্তর সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকে আন্তর্জাতিক পর্যায়ে দূষণমুক্ত শক্তির ব্যাপারে সর্বোচ্চ স্তরে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, গোয়ায় দূষণমুক্ত শক্তি সংক্রান্ত বৈঠকে (১৯-২২ জুলাই) বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) বিল, ২০২৩ অনুমোদন করেছে। এই বিলের লক্ষ্য হল ভারতের বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা সংস্থার জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় করে দূষণমুক্ত শক্তির গবেষণার পথ প্রশস্ত করা। শ্রী সিং বলেন, ভারত সরকার উদ্ভাবন এবং উদ্যোগের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে উৎসাহিত করছে, যার ফলে ২০১৪ সালে যেখানে স্টার্ট-আপ-এর সংখ্যা ছিল ৩৫০, তা এখন ৮৮ হাজার ছাড়িয়ে গিয়েছে।  

CG/MP/DM/


(Release ID: 1941506)