প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ২২ জুলাই রোজগার মেলার মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তর ও শাখায় ৭০ হাজার নবনিযুক্ত ব্যক্তিকে নিয়োগপত্র প্রদান করবেন

Posted On: 21 JUL 2023 11:49AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৩

 


 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ জুলাই, ২০২৩-এ সকাল ১০.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সদ্য নবনিযুক্ত ব্যক্তিকে নিয়োগপত্র প্রদান করবেন।অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। 

সারা দেশে ৪৪টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে নির্বাচিত প্রার্থীরা যোগ দেবেন রাজস্ব দপ্তর, আর্থিক পরিষেবা দপ্তর, ডাক দপ্তর, বিদ্যালয়-শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা, জলসম্পদ দপ্তর, কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক / দপ্তরে।

দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার পূরণের এক বিশেষ পদক্ষেপ হিসেবে আয়োজিত হবে এই রোজগার মেলা। আরো কর্মসংস্থান সৃষ্টিতে রোজগার মেলা বিশেষ অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে এবং যুবদের ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে অংশগ্রহণে অর্থপূর্ণ সুযোগ করে দেবে।

যে সমস্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে তাঁরা iGOT কর্মযোগী পোর্টালে অনলাইনে ‘কর্মযোগী প্রারম্ভ’-এর মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

CG/SS/DM



(Release ID: 1941410) Visitor Counter : 191