মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
এমএসএমই ক্ষেত্রকে উজ্জীবিত করে গ্রামীণ অর্থনীতির পালে আরও হাওয়া লাগাতে এযাবৎকালের প্রথম ঋণ নিশ্চয়তা প্রকল্প আনা হচ্ছে
Posted On:
20 JUL 2023 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ জুলাই ২০২৩
মৎস, পশুপালন ও ডেয়ারী মন্ত্রকের পশুপালন ও ডেয়ারী বিভাগ পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় একটি ঋণ নিশ্চয়তা প্রকল্প কার্যকর করছে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে আরও সহজে ঋণ দিতে এই ব্যবস্থা চালু হচ্ছে। এই প্রকল্প কার্যকর করার জন্য ডিএএইচডি ৭৫০ কোটি টাকার ঋণ নিশ্চয়তা তহবিল ট্রাস্ট তৈরি করেছে। এখান থেকে এমএসএমই-গুলিকে একসঙ্গে ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিশ্চয়তা প্রদান করা হবে।
এই ঋণ নিশ্চয়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হল, ঋণ প্রদানকারীরা যেন প্রকল্পের ওপর যথাযথ গুরুত্ব দেয় তা নিশ্চিত করা। ঋণ নিশ্চয়তা তহবিল ট্রাস্ট স্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় অনুমোদিত হয়েছে। বিভিন্ন বেসরকারী সংস্থা, এমএসএমই কৃষক উৎপাদকসংস্থা ঋণ গ্রহণের জন্য যে বিষয়গুলির ওপর গুরুত্ব দিচ্ছে তা হল দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়ন, মাংস প্রক্রিয়াকরণ পরিকাঠামো উন্নয়ন, পশুদের জন্য প্রতিষেধক ও ওষুধ তৈরির সুবিধা, পশুখাদ্য কারখানা ইত্যাদি।
ঋণ নিশ্চয়তা প্রকল্পটি এমএসএমই অংশগ্রহণের মাধ্যমে বিশেষভাবে সম্প্রসারিত হচ্ছে এবং এরফলে গ্রামীণ অর্থনীতির পালে আরও হাওয়া লাগবে বলে আশা।
এএইচআইডিএফ প্রকল্পের মূল বিষয়গুলি হল
১) সুদের হারে ৩ শতাংশ পর্যন্ত ছাড়
২) যেকোনও নির্দিষ্ট ব্যঙ্ক থেকে প্রকল্পের মোট ব্যয়ে ৯০ শতাংশ পর্যন্ত ঋণ ।
বিস্তারিত জানতে দেখুন https://dahd.nic.in/ and https://ahidf.udyamimitra.in/ এই ওয়েবসাইটটি।
CG / PM /AG
(Release ID: 1940994)
Visitor Counter : 123