বিদ্যুৎমন্ত্রক

গোয়ায় চতুর্থ শক্তি রূপান্তর বিষয়ক কর্মীগোষ্ঠী (ইটিডব্লিউজি)-এর বৈঠকের পাশাপাশি চতুর্দশ স্বচ্ছ শক্তি বিষয়ক মন্ত্রী পর্যায়ের এবং অষ্টম উদ্ভাবন মিশন বৈঠকের সূচনা হয়েছে

Posted On: 20 JUL 2023 10:24AM by PIB Kolkata

গোয়া, ২০ জুলাই, ২০২৩


 
গোয়ায় ভারতের জি-২০-র সভাপতিত্বের আওতায় গতকাল থেকে শুরু হয়েছে চতুর্থ শক্তি রূপান্তর বিষয়ক কর্মীগোষ্ঠী (ইটিডব্লিউজি)-এর বৈঠক। এর পাশাপাশি, চতুর্দশ স্বচ্ছ শক্তি বিষয়ক মন্ত্রী পর্যায়ের এবং অষ্টম উদ্ভাবন মিশন বৈঠকও হয় প্রথম দিনে। ৩৪টির বেশি সদস্য দেশ এতে অংশ নেয়। ভারত সরকারের তরফে প্রথমে প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ছিল আমেরিকা ও ব্রাজিলের সদস্যদের বিশেষ ভাষণ। এ বছরের মূল ভাবনা -  ‘একযোগে উন্নয়নশীল স্বচ্ছ শক্তি’।

বৈঠকের প্রথম দিনে ৮০০-র বেশি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নীতি নির্ধারক, গবেষক, শিল্পক্ষেত্রের বিশিষ্টজনেরা অংশ নেন। ৫০টির বেশি সহযোগী সংস্থা ৩০টি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে এই অনুষ্ঠানগুলি হচ্ছে। এর মধ্যে রয়েছে - স্বচ্ছ জ্বালানি, স্বচ্ছ শক্তি, চলাচল এবং শিল্পক্ষেত্রের উন্নয়ন। ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত। উপস্থিত ছিলেন গোয়ার বিদ্যুৎ মন্ত্রী শ্রী সুদিন ধাবলিকর, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী পঙ্কজ আগরওয়াল, মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী অজয় তিওয়ারি এবং শক্তি ক্ষমতায়ন বিষয়ক ব্যুরো-র মহানির্দেশক শ্রী অভয় বাকরে। 

আগনেল পলিটেকনিক-এর ১৩০ জন পড়ুয়া একটি প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীতে অংশ নেয়। কার্বন অধিগ্রহণের বিষয়ে অর্থের যোগান, এর ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে একটি আলোচনাসভা আয়োজিত হয়। স্বচ্ছ জ্বালানি বিষয়ক আলোচনায় বায়োমাস যথাযথ উপলব্ধ না হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বায়ো-ভিত্তিক সামগ্রীর ভবিষ্যতে চাহিদা বৃদ্ধি সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ানো হয়। স্বচ্ছ শক্তি প্রযুক্তির চাহিদা সম্পর্কে ও এই ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি আলোচনাসভা আয়োজিত হয়। মন্ত্রী পর্যায়ের আলোচনাসভা হবে ২১ জুলাই। উল্লেখ্য, ভারতের জি-২০ সভাপতিত্বকালে স্বচ্ছ শক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা মজবুত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। 

বিস্তারিত জানতে https://www.cem-mi-india.org/ - এই ওয়েবসাইটটি দেখুন।


CG/PM/DM



(Release ID: 1940922) Visitor Counter : 85