প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরে প্রাপ্তির তালিকা

Posted On: 14 JUL 2023 11:10PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪  জুলাই, ২০২৩

 

ক্রমিক নম্বর

নথিপত্রসমূহ

ধরন

প্রতিষ্ঠানগত সহযোগিতা

সংগ্রহালয় শিক্ষার বিষয়ে নতুন জাতীয় সংগ্রহালয় ও সহয়োগিতা নিয়ে সম্মতিপত্র

সম্মতিপত্র

ডিজিটাল প্রযুক্তির সহযোগিতার ক্ষেত্রে মেইটওয়াই ও ফ্রান্সের অর্থমন্ত্রকের মধ্যে মউ স্বাক্ষরিত

সমঝোতা চুক্তি

অসামরিক উড়ান পরিবহনের ক্ষেত্রে ফ্রান্স ও ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে কারিগরি সহযোগিতা

সমঝোতা চুক্তি

অসামরিক উড়ান সুরক্ষার (এভিএসইসি) জন্য কারিগরি ব্যবস্থা

সমঝোতা চুক্তি

প্রসার ভারতী ও ফ্রান্স মিডিয়া মঁদে-র মধ্যে সম্মতিপত্র

সম্মতিপত্র

ইনভেস্ট ইন্ডিয়া ও বিজনেস ফ্রান্স-এর মধ্যে মউ

মউ

মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা

ভারত-ফ্রান্স যৌথ পৃথিবী পর্যবেক্ষণ মিশন তৃষ্ণা রূপায়ণকারী ব্যবস্থা

রূপায়ণকারী ব্যবস্থা

সামুদ্রিক অঞ্চল সচেতনতায় স্বল্পমেয়াদী কর্মসূচি

রূপায়ণকারী ব্যবস্থা

সংযোগ বিশ্লেষণ ও মূল্যায়ন পরিষেবা চুক্তি : সতকর্তা ও সুপারিশসমূহ (সিএইএসএআর) এবং সংযোগ সফ্টওয়্যারের মূল্যায়নে জাভা মডিউলের (জেএসি)ব্যবহার

চুক্তি

১০

ক্ষেপণের ক্ষেত্রে ইসরো এবং সিএনইএস-এর যৌথ ঘোষণা

যৌথ ঘোষণা

বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা

১১

স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা নিয়ে সম্মতিপত্র

সম্মতিপত্র

১২

ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওশান টেকনোলজি (এনআইওটি), ভূ-বিজ্ঞান মন্ত্রক (এমইএস), চেন্নাই এবং ফ্রান্সের আইএফআরইএমইআর-এর মধ্যে মউ

সমঝোতা চুক্তি

কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা

১৩

দীর্ঘমেয়াদী এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি নিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং মেসার্স টোটাল এনার্জিস গ্যাস ও পাওয়ার লিমিটেড-এর প্রধানের মধ্যে চুক্তি

চুক্তি

ঘোষণাসমূহ

রাজনৈতিক/কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা

ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব, ২০৪৭ নিয়ে রোডম্যাপ

যৌথ প্রেস রিলিজ

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত-ফ্রান্স সহযোগিতার রোডম্যাপ

যৌথ প্রেস রিলিজ

বাণিজ্যিক উক্ষেপণ পরিষেবার ক্ষেত্রে এনএসআইএল এবং আরিয়ানস্পেস-এর মধ্যে সম্মতি

সম্মতিপত্র

ধারাবাহিক উন্নয়নে সহযোগিতা

একবার ব্যবহার্য প্লাস্টিক দূষণ প্রতিরোধে যৌথ অঙ্গীকার

যৌথ প্রেস রিলিজ

মানুষে মানুষে মত বিনিময় ও কল্যাণে সহযোগিতা

মার্সেলে-তে ভারতের কনস্যুলেট জেনারেল চালু করা

ঘোষণা

ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা

সম্মতির যৌথ ঘোষণা

সিইএফআইপিআরএ (ইন্দো-ফ্রান্স সেন্টার ফর প্রমোশন অফ অ্যাডভান্সড রিসার্চ) তহবিল বাড়িয়ে ১ মিলিয়ন ইউরো ও বৃত্তি বৃদ্ধি

রোডম্যাপে অন্তর্ভুক্ত

ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত (মাস্টার্স ও তার উপরের স্তরে) ভারতীয় পড়ুয়াদের ভিসায় ৫ বছরের জন্য বৈধতা

রোডম্যাপে অন্তর্ভুক্ত

সরকারি আধিকারিকদের পাসপোর্টে ভিসায় ছাড়

রোডম্যাপে অন্তর্ভুক্ত

১০

ক্ষুদ্রঋণ/এমএসএমই-র বিকাশ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টহীন, বিশেষত গ্রামীন মহিলা (সুবিধাভোগীদের ৯০%) এবং তরুণদের জন্য প্রোপার্কো (ফরাসী উন্নয়ন সংস্থার সহযোগী) এবং সত্য মাইক্রো ফিনান্সের মধ্যে ২০ মিলিয়ন ডলারের চুক্তি

রোডম্যাপে অন্তর্ভুক্ত

১১

জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আর্থিক সহায়তায় ভারতের শহরগুলির জন্য “সিটি ইনভেস্টমেন্টস টু ইনোভেট, ইন্টিগ্রেট অ্যান্ড সাসটেইন” (সিআইটিআইআইএস ২.০) কর্মসূচিতে ফরাসী সাহায্য। এই কর্মসূচির মধ্যে রয়েছে, শহরাঞ্চলে সুসংহত বর্জ্য ব্যবস্থাপনা, রাজ্যস্তরে দূষণ প্রতিরোধে ব্যবস্থা এবং জাতীয় স্তরে জ্ঞানের আদান-প্রদান।

 

 

 

 

CG/MP/NS …14.07.23 ….410

 



(Release ID: 1940481) Visitor Counter : 93