গ্রামোন্নয়নমন্ত্রক

ভারতের রাষ্ট্রপতি ১৮ জুলাই, ২০২৩-এ ‘ভূমি সম্মান’ ২০২৩ প্রদান করবেন

Posted On: 16 JUL 2023 11:41AM by PIB Kolkata

                                                                                                                                                                                      নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০২৩
 
ভারতের রাষ্ট্রপতি ১৮ জুলাই, ২০২৩ মঙ্গলবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ‘ভূমি সম্মান’ প্রদান করবেন ৯ রাজ্যের সচিব এবং ৬৮ জন জেলাশাসক ও তাঁদের সহকর্মীদের। তাঁরা ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম (ডিআইএলআরএমপি)-র মূল উপাদানগুলি সম্পূর্ণ মাত্রায় অর্জন করতে সক্ষম হয়েছেন। গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জানিয়েছেন, এই অনুষ্ঠান রাজ্যের রাজস্ব এবং নথিভুক্তিকরণ কার্যাবলীর সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য। গত ৭৫ বছরের মধ্যে এই প্রথম তাঁরা ‘ভূমি সম্মান’ পাবেন তাঁদের অভাবনীয় কাজের জন্য। ‘ভূমি সম্মান’কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটি একটি ঐতিহাসিক বছর।

শ্রী গিরিরাজ সিং আরও জানিয়েছেন যে ‘ভূমি সম্মান’ কর্মসূচি কেন্দ্র, রাজ্য সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটি সুন্দর উদাহরণ। এটি বিশ্বাস ও অংশীদারিত্বের ভিত্তি কারণ, জমির নথির কম্পিউটারাইজেশন এবং ডিজিটাইজেশনের মূল উপাদানগুলি নির্ভর করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে প্রাপ্ত তথ্যের ওপর।

শ্রী সিং আরও বলেছেন যে জমির পরিচয়পত্র এবং নথিভুক্তিকরণের ডিজিটাইজেশন প্রক্রিয়া জমি সংক্রান্ত বিবাদের জেরে বকেয়া মামলার সমস্যা মেটাবে। জমি নিয়ে বিতর্কের ফলে মামলা হয় এবং সেই মামলার কারণে গোটা প্রক্রিয়াটি স্থগিত হওয়ায় তার প্রভাব পড়ে দেশের জিডিপি-র ওপর। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বিভিন্ন দপ্তরের পরিষেবা এবং সুবিধা প্রদানে জমির নথি সংক্রান্ত তথ্য অত্যন্ত কার্যকর এবং উপকারী হয়ে ওঠে। কৃষি ও কৃষককল্যাণ, সার ও রসায়ন, গণ-বন্টন ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ এবং আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদির মতো দপ্তর, সংস্থা বা মন্ত্রকের পরিষেবা প্রদান নির্ভর করে জমির বিবরণ সংক্রান্ত তথ্যের আদান-প্রদানের ওপর।

শ্রী গিরিরাজ সিং জানান যে ভূমিসম্পদ দপ্তর সারা ভারতে ৯৪ শতাংশ ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করেছে। এখন লক্ষ্য, ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে দেশের সবক’টি জেলায় ১০০ শতাংশ ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করা।


CG/AP/DM/



(Release ID: 1940081) Visitor Counter : 172