আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ৪০৬২টি শূন্যপদ পূরণের জন্য ইএমআরএস স্টাফ সিলেকশন পরীক্ষা (ইএসএসই) ২০২৩এর বিজ্ঞপ্তি জারি করলো আদিবাসী পড়ুয়া জাতীয় শিক্ষা সমিতি (এনইএসটিএস)

प्रविष्टि तिथि: 14 JUL 2023 11:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪  জুলাই, ২০২৩

 

কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা, আদিবাসী পড়ুয়া জাতীয় শিক্ষা সমিতি (এনইএসটিএস) শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ৪০৬২টি শূন্যপদ পূরণের জন্য ইএমআরএস স্টাফ সিলেকশন পরীক্ষা (ইএসএসই) ২০২৩এর বিজ্ঞপ্তি জারি করেছে।  

এর লক্ষ্য হল ইএমআরএসগুলিতে শিক্ষার মানের উন্নয়ন ঘটিয়ে সেখানকার মানব সম্পদের মানোন্নয়ন।

আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩০.০৬.২০২৩ থেকে।

শূন্যপদ পূরণের জন্য এনইএসটিএস, সিবিএসই-র সহযোগিতায় ওএমআর ভিত্তিক পরীক্ষা নেবে।
শূন্য পদগুলির সংখ্যা নিচে দেওয়া হল-

পদের নাম    শূন্য পদের সংখ্যা
অধ্যক্ষ    ৩০৩
স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন শিক্ষক    ২২৬৬
হিসাব রক্ষক    ৩৬১
জুনিয়ার সচিবালয় সহকারী    ৭৫৯
গবেষণাগার সহায়ক    ৩৭৩
মোট    ৪০৬২


প্রতিটি পদের জন্য অনলাইন আবেদনের পদ্ধতি, যোগ্যতার শর্ত এবং সিলেবাস সহ অন্যান্য বিশদ বিবরণ পাওয়া যাবে emrs.tribal.gov.in ওয়েবসাইটে।

পোর্টালে ৩০.০৬.২০২৩ থেকে ৩১.০৭.২০২৩ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

আদিবাসী সম্প্রদায়ের কাছে উচ্চমানের শিক্ষা পৌঁছে দিতে আদিবাসী মন্ত্রক ইএমআরএস প্রকল্প চালু করেছে। দেশে যেসব মহকুমায় ৫০ শতাংশ বা তার বেশি অথবা অন্তত ২০,০০০ বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ভুক্ত, সেইসব স্থানে এই প্রকল্প চালু রয়েছে।

 

CG/SD/NS….


(रिलीज़ आईडी: 1939540) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu