সারওরসায়নমন্ত্রক

কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ওষুধ উৎপাদন সংস্থার (এমএসএমই ফার্মা কোম্পানী) প্রতিনিধিদের সাক্ষাৎ, এমএসএমই ফার্মা ক্ষেত্রে স্বনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর মন্ত্রীর


“এমএসএমই ফার্মা কোম্পানীগুলিকে ওষুধের গুণমান সম্পর্কে সচেতন থাকতে হবে, স্বনিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত উৎপাদন প্রক্রিয়ার দিকে দ্রুত এগোতে হবে”

এমএসএমই ফার্মা কোম্পানীগুলির ক্ষেত্রে শিডিউল এম শীঘ্রই বাধ্যতামূলক করা হবে

“ভারতে উৎপাদিত ওষুধের গুণমান নিয়ে কোন আপস করা হবে না”
যে সব কোম্পানী নকল ওষুধ তৈরি করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে – ডঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 11 JUL 2023 1:57PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১১ জুন, ২০২৩

কেন্দ্রীয় রাসায়নিক ও সার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ ক্ষুদ্র ও মাঝারি ওষুধ উৎপাদন সংস্থার (এমএসএমই ফার্মা কোম্পানী) প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর তিনি বলেন, এমএসএমই ফার্মা কোম্পানীগুলিকে ওষুধের গুণমান সম্পর্কে সচেতন থাকতে হবে এবং স্বনিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত উৎপাদন প্রক্রিয়ার দিকে দ্রুত এগোতে হবে।

বিশ্বের ওষুধ উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের মর্যাদা অক্ষুণ্ন রাখতে শ্রী মান্ডভিয়া এমএসএমই ফার্মা ক্ষেত্রের স্বনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের ওষুধের গুণমানের জন্যই বিশ্বের ওষুধ উৎপাদন ক্ষেত্রে ভারতের এক স্বতন্ত্র মর্যাদা রয়েছে। মূল্য এবং গুণমান দুয়ের নিরিখেই এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। এক্ষেত্রে স্বনিয়ন্ত্রণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমএসএমই ফার্মা ক্ষেত্রে পর্যায়ক্রমে সিডিউল এম বাধ্যতামূলক করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গুণমানের নিশ্চয়তা বজায় রাখতে এবং বিধিজনিত বাধ্যবাধকতার বোঝা কমাতে সহায়ক হবে বলে মন্ত্রী আশাপ্রকাশ করেন।

যেসব ওষুধ কোম্পানী নকল ওষুধ তৈরি করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ডঃ মান্ডভিয়া ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে (ডিসিজিআই) নির্দেশ দিয়েছেন। ভারতে উৎপাদিত ওষুধের গুণমানের সঙ্গে কোন আপস করা হবে না বলে তিনি মন্তব্য করেন।

নিম্ন গুণমানের ও নকল ওষুধের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে ডঃ মান্ডভিয়া বলেন, ওষুধ উৎপাদন সংস্থাগুলির ওপর নজরদারির জন্য বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ওষুধের সর্বোচ্চ গুণমান সুনিশ্চিত করতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিভিন্ন কারখানা পরিদর্শন ও সেগুলির নিরীক্ষা করছে। এপর্যন্ত ১৩৭টি সংস্থা পরিদর্শন করা হয়েছে। এদের মধ্যে ১০৫টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১টি সংস্থার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। ৫০টি সংস্থার লাইসেন্স বাতিল ও সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ৭৩টি সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সতর্ক করা হয়েছে ২১টি সংস্থাকে।


CG/SD/AS/ 11 June, 2023... (454)



(Release ID: 1939013) Visitor Counter : 114