অর্থমন্ত্রক
জিএসটি পরিষদের ৫০তম বৈঠকে গৃহীত সুপারিশসমূহ
Posted On:
11 JUL 2023 9:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জুলাই, ২০২৩
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের সভাপতিত্বে আজ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হিন্দি, ইংরেজি ও ১১টি ভাষায় তৈরি একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ফিল্ম প্রকাশ করেন জিএসটি পরিষদের চেয়ারপার্সন। বৈঠকে ব্যবসাবাণিজ্যের সুবিধার্থে করকাঠামোয় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়।
বৈঠকে গৃহীত সুপারিশসমূহ :
১. বিশেষ চিকিৎসার উদ্দেশে ব্যবহৃত ওষুধ ও খাদ্যে আইজিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত।
২. ইমিটেশন জরি বা তন্তুর ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত।
৩. সোনা, রূপো বা প্ল্যাটিনাম আমদানির ক্ষেত্রে ছাড়ের জন্য আরবিএল এবং আইসিবিসি ব্যাঙ্কে বিশেষ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত।
বৈঠকে গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড়দৌড়ের উপর ২৮ শতাংশ হারে জিএসটি আরোপ। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ডাইনাটুক্সিম্যাব, কাঁচা পাপড়কে জিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে বিক্রি হওয়া খাওয়ার ও পানীয়ের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, এমইউভি (মাল্টি ইউটিলিটি ভেহিকেল) গাড়িতে সেস ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করা হয়েছে।
প্রতি বছর জিএসটি দাখিলের সময় জিটিএ-র প্রয়োজন হবে না। ব্যবসার ক্ষেত্রকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ফরোয়ার্ড চার্জের অধীনে জিএসটি প্রদানের সময়সীমা প্রতি বছর ১৫ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে।
ভুয়ো জিএসটি রেজিস্ট্রেশন রুখতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্যান কার্ডের তথ্য রেজিস্ট্রেশন অনুমোদনের ৩০ দিনের মধ্যে অবশ্যই পেশ করতে হবে। তা না করলে, এই ব্যক্তির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
জিএসটি সংক্রান্ত তথ্য আদানপ্রদানের জন্য রাজ্য ও কেন্দ্রের জিএসটি আধিকারিকদের নিয়ে রাজ্যস্তরে সমন্বয় কমিটি গড়ার সিদ্ধান্ত হয়েছে।
CG/MP/SKD/ ReleaseID: 1938812/ 12 July, 2023/ W- 265
(Release ID: 1939011)
Visitor Counter : 208