প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রীর ১৩-১৫ জুলাই ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহী সফর

Posted On: 12 JUL 2023 2:19PM by PIB Kolkata

 

নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৫-ই জুলাই রাষ্ট্রীয় সফরে ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহী যাবেন ।

ফরাসি রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী ১৩ ও ১৪-ই জুলাই প্যারিস যাবেন । ১৪-ই জুলাই বাস্তিল দিবস কুচকাওয়াজে সম্মানীয় অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন । এই অনুষ্ঠানে ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করবেন ।

শ্রী মোদী রাষ্ট্রপতি ম্যাক্রোঁ-র সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মতবিনিময় করবেন । প্রধানমন্ত্রীর সম্মানার্থে শ্রী ম্যাক্রোঁ রাষ্ট্রীয় ভোজসভা এবং ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করবেন ।

প্রধানমন্ত্রী ফরাসি প্রধানমন্ত্রী, সেনেট এবং ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন । এছাড়াও তিনি ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়, ভারতীয় ও ফরাসি সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং বিশিষ্ট ফরাসি ব্যক্তিত্বদের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করবেন ।

ভারত-ফ্রান্স কৌশলগত অংশিদারিত্বের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এবারের সফর বিশেষ গুরুত্বপূর্ণ । এর মাধ্যমে কৌশলগত, সাংস্কৃতিক, বিজ্ঞান, শিক্ষা এবং আর্থিক সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে এই অংশিদারিত্বকে কীভাবে প্রসারিত করা যায়, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

প্রধানমন্ত্রী ১৫-ই জুলাই আবুধাবি সফর করবেন । তিনি সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন । ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশিদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে । প্রধানমন্ত্রীর এই সফরে জ্বালানী, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য নিরাপত্তা, আর্থিক ক্ষেত্রে প্রযুক্তি অর্থাৎ ফিনটেক, প্রতিরক্ষা এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন সুযোগ শণাক্ত করা হবে । ইউএনএফসিসিসি-র কপ-টোয়েন্টি এইটে সংযুক্ত আরব আমিরশাহীর সভাপতিত্ব, ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর বৈঠকে সেদেশের বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার আবহে এই সফরের সময় আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে ।

CG/CB/RAB ..........

 



(Release ID: 1938954) Visitor Counter : 130