আইনওবিচারমন্ত্রক
বিচারবিভাগ আয়োজিত শিক্ষানবিশদের মতবিনিময় অধিবেশন
Posted On:
12 JUL 2023 11:46AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২৩
বিচারবিভাগ নতুন দিল্লির জয়সালমেঢ় হাউসে ১১-ই জুলাই শিক্ষানবিশ বা ইন্টার্নদের একটি মতবিনিময় অধিবেশনের আয়োজন করে । বিভাগের বিশেষ সচিব শ্রী রাজিন্দর কুমার কাশ্যপ এই অধিবেশনের পৌরোহিত্য করেন । তিনি ইন্টার্নদের বেশি করে বিভিন্ন বিষয় পড়ার পরামর্শ দিয়েছেন ।
CG/CB/RAB ..........12th JULY, 2023(73)
(Release ID: 1938868)
Visitor Counter : 137