আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

লক্ষ্ণৌয়ে ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১৬টি জেলার ৪৫ জন অংশগ্রহণ করেছেন

Posted On: 11 JUL 2023 12:38PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১১ জুন, ২০২৩

বিচার মন্ত্রকের দেশজুড়ে আইনের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে নতুন দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি একটি কর্মসূচি বাস্তবায়িত করছে। এর আওতায় ৬ থেকে ৮ জুলাই উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয় ডঃ আর এম এল ন্যাশনাল ল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ৩ দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ১৬টি জেলার ৪৫ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০টি অধিবেশনে লিঙ্গ বৈষম্যের জন্য হিংসার শিকার, সাইবার অপরাধ সহ বিভিন্ন সামাজিক ও আইনি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক বি বি পান্ডে, অ্যাডভোকেট আভা সিঙ্ঘল যোশী, অ্যাডভোকেট রেণু মিশ্র, ডঃ কে এ পান্ডে, ডঃ অপরাজিতা ভাট এবং শ্রী চামকুর সিং উপস্থিত ছিলেন।
 
CG/CB/AS/ 11 June, 2023... (153)


(Release ID: 1938665) Visitor Counter : 137