সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

রাজস্থানের প্রতাপগড়ে ৫০০০ কোটি টাকার ১১টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রী নীতিন গড়কড়ির

Posted On: 04 JUL 2023 3:08PM by PIB Kolkata

নতুনদিল্লি ০৪ জুলাই,২০২৩

 

 কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গড়কড়ি আজ রাজস্থানের প্রতাপগড়ে ৫০০০ কোটি টাকার ১১টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন ।
      রাজস্থানে আজ ৩৭৭৫ কোটি টাকার ২১৯ কিলোমিটারের ৪টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করা হয় । ৪৮ নম্বর জাতীয় সড়কে কিষাণগড় থেকে গুলবাপুরা পর্যন্ত ৬ লেনের  প্রকল্পের ফলে আজমেঢ় ও ভিলওয়াড়া জেলার আর্থিক ও সামাজিক উন্নয়ন তরান্বিত হবে । ৬ লেনের গুলবাপুরা থেকে চিতোরগড় পর্যন্ত প্রকল্পটি ভিলওয়াড়া ও চিতোরগড় জেলার উদয়পুর, জয়পুর ও কোটা এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে । 
      মান্ড্রায়াল এলাকায় ছম্বল নদীর ওপর একটি সেতুরও আজ উদ্বোধন করা হয় । এই সেতুটি রাজস্থানের মান্ড্রায়াল, করৌলি এবং মধ্যপ্রদেশের সবলগড়ের মধ্যে যোগাযোগ রক্ষা করবে । 


    ১৮৫০ কোটি টাকার ২২১ কিলোমিটারের ৭টি প্রকল্পেরও আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । এই প্রকল্পগুলি নাথদুয়ারা এবং উদয়পুর বিমানবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তুলবে । প্রতাপগড় বাইপাস তৈরির কাজ শেষ হলে এই শহরে যানজট অনেকটা কমবে । সাঙওয়াড়া ও গড়হি এলাকায় বাইপাস নির্মাণের কাজ সম্পূর্ণ হলে, দুঙ্গারপুর ও বন্সওয়াড়ার মধ্যে দূরত্ব ১০ কিলোমিটার কমবে । বন্যপ্রাণীদের রক্ষায় বীওয়াড়-গোমতী সড়কে টোডগড় অভয়ারণ্যে ১৩টি আন্ডারপাস তৈরি করা হবে । 
      রাজস্থানে ২২৫০ কোটি টাকার ৭৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে । এগুলির কাজ শীঘ্রই শুরু হবে । 


CG/MP/CS



(Release ID: 1937321) Visitor Counter : 90