অর্থমন্ত্রক
জুন ২০২৩-এ ১,৬১,৪৯৭ কোটি টাকার মোট জিএসটি রাজস্ব সংগৃহীত; পূর্ববর্তী বছরের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি
জিএসটি চালু হওয়ার পর এই নিয়ে চতুর্থবার রাজস্ব সংগ্রহের পরিমাণ ১.৬ লক্ষ কোটি টাকা ছাড়ালো; একটানা ১৬ মাস ধরে সংগ্রহের পরিমাণ ১.৪ লক্ষ কোটি টাকা; এই নিয়ে সপ্তমবার ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়ালো রাজস্ব সংগ্রহ
Posted On:
01 JUL 2023 2:26PM by PIB Kolkata
প্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার
নতুন দিল্লি, ১ জুলাই, ২০২৩
২০২৩ সালের জুন মাসে মোট ১,৬১,৫৯৭ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি হল ৩১,০১৩ কোটি টাকা, রাজ্য জিএসটি ৩৮,২৯২ কোটি টাকা, সংযুক্ত জিএসটি ৮০,২৯২ কোটি টাকা (এর মধ্যে ৩৯.০৩৫ কোটি টাকা সংগৃহীত হয়েছে পণ্যের আমদানি থেকে) এবং সেস ১১,৯০০ কোটি টাকা (এর মধ্যে ১,০২৮ কোটি টাকা সংগৃহীত হয়েছে পণ্যের আমদানি থেকে)।
সংযুক্ত জিএসটি থেকে সরকার ৩৬,২২৪ কোটি টাকা কেন্দ্রীয় জিএসটি বাবদ এবং ৩০,২৬৯ কোটি টাকা রাজ্য জিএসটি বাবদ বন্টন করেছে। নিয়মমাফিক হিসেবের নিষ্পত্তির পর ২০২৩-এর জুনে কেন্দ্রীয় জিএসটি থেকে কেন্দ্র ও রাজ্যগুলির মোট আয় হয়েছে ৬৭,২৩৭ কোটি টাকা, রাজ্য জিএসটি-র ক্ষেত্রে এর পরিমাণ ৬৮,৫৬১ কোটি টাকা।
গত বছরের জুন মাসের তুলনায় এবছরের জুনে জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ ১২ শতাংশ বেড়েছে। এই মাসে অভ্যন্তরীণ লেনদেন থেকে আয়ের হার (পরিষেবার আমদানি সহ) গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।
এই নিয়ে চতুর্থবার মোট জিএসটি সংগ্রহ ১.৬০ লক্ষ কোটি টাকা ছাড়ালো। প্রথম ত্রৈমাসিকে গড় মাসিক মোট জিএসটি সংগ্রহের পরিমাণ ২০২১-২২ আর্থিক বছরে ১.১০ লক্ষ কোটি টাকা, ২০২২-২৩ আর্থিক বছরে ১.৫১ লক্ষ কোটি টাকা এবং ২০২৩-২৪ আর্থিক বছরে ১.৬৯ লক্ষ কোটি টাকা।
পশ্চিমবঙ্গে ২০২২-এর জুনে জিএসটি বাবদ ৪৩৩১.৪১ কোটি টাকা সংগৃহীত হয়েছিল। চলতি বছরের জুনে এর পরিমাণ ১৭ শতাংশ বেড়ে হয়েছে ৫০৫৩.৮৭ কোটি টাকা। চলতি বছরের জুনে সংযুক্ত জিএসটি থেকে পশ্চিমবঙ্গের ভাগে এসেছে ১৫০৩.৮১ কোটি টাকা।
CG/SD/SKD
(Release ID: 1936817)
Visitor Counter : 378
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu