আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বের বৃহত্তম নগর এলাকার স্বচ্ছতা বিষয়ক সর্বেক্ষণের অষ্টম পর্ব শুরু হয়েছে

Posted On: 27 JUN 2023 12:52PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ জুন, ২০২৩

 

বিশ্বের বৃহত্তম নগর এলাকার স্বচ্ছতা বিষয়ক সর্বেক্ষণের অষ্টম পর্ব- স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩ মেরা শহর, মেরি পহচান বা আমার শহর, আমার পরিচয় শুরু হতে চলেছে। দেশের আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক পয়লা জুলাই থেকে এই সর্বেক্ষণের কাজ শুরু করবে। দেশের ৪৫০০টির বেশি শহরে এই সমীক্ষা চালানো হবে। শেষ হতে এক মাস মতো সময় লাগবে বলে আশা করা হচ্ছে। 

২০১৬ সালে শহরগুলির সুসংহত স্বচ্ছতার লক্ষ্যে নগর ও আবাসন মন্ত্রক এই স্বচ্ছ সর্বেক্ষণ শুরু করে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এর অন্যতম মূল লক্ষ্য। নাগরিকদের সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়ার জন্য শহরগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে তোলার জন্যই এই সমীক্ষা। 

স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩-এর জন্য রাজ্যগুলি সব রকম প্রস্তুতি নিয়েছে। বিগত দু-মাসে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি এড়িয়ে পয়লা জুলাই থেকে ফের এই কাজ শুরু হচ্ছে। নগর ও আবাসন মন্ত্রকের সচিব শ্রী মনোজ যোশী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বলেন, বিগত ৭ বছরের স্বচ্ছ সর্বেক্ষণ স্বচ্ছ ভারত মিশনের নানান দিক তুলে ধরেছে। স্বচ্ছতার মানোন্নয়নের জন্য এই সর্বেক্ষণ এক গুরুত্বপূ্র্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সচিব সাফাই মিত্রদের গুরুত্ব ও তাঁদের নিরাপত্তার বিষয়ে জোর দেন। বর্জ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে তিনি বলেন, মূল উৎস থেকেই বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। এই সর্বেক্ষণ শহরগুলিকে স্বচ্ছতার মানোন্নয়নে উৎসাহিত করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩-এ যে বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, দিবাঙ্গ বান্ধব শৌচাগার, উন্নতমানের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি। ‘ম্যানহোল’গুলিকে মেশিনহোল-এ পরিবর্তিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাফাই মিত্রদের সুরক্ষার ক্ষেত্রে এটি বিশেষ জরুরি। এই ক্ষেত্রে নম্বর বাড়ানো হয়েছে। নতুন যে বিষয়টি এবারে অন্তর্ভুক্ত করা হয়েছে তা হল বর্জ্য থেকে বিনোদন পার্ক।

স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩ শুরু হয় ২০২২ সালের ২৪ মে। শহরগুলির জনগণের কাছ থেকে স্বচ্ছতা সম্পর্কে বিভিন্ন মানদন্ডের বিষয়ে টেলিফোনে মতামত গ্রহণ করা হয়। নর্দমা, বাজার, বাড়ির আশপাশের এলাকা ইত্যাদির স্বচ্ছতা সম্পর্কে জনগণের মতামত চাওয়া হয়। বিভিন্ন মাধ্যম জনগণের মতামত সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে ভোট ফর মাই সিটি অ্যাপ, ভোট ফর মাই সিটি পোর্টাল, মাইগভ অ্যাপ, স্বচ্ছতা অ্যাপ এবং কিউআর কোড। পয়লা জুলাই থেকে নাগরিকরা কিউআর কোড স্ক্যান করে তাদের মতামত জানাতে পারবেন। 

বিভিন্ন রাজ্য ও শহরগুলিতে এই সর্বেক্ষণের কাজ পর্যালোচনার জন্য একটি জাতীয় দল গঠন করা হয়েছে। মন্ত্রকের তরফ থেকে একটি বিশেষ দলও পাঠানো হবে। স্বচ্ছ সর্বেক্ষণ শহর এলাকার মানচিত্র বদলে দিতে সক্ষম হচ্ছে। বিভিন্ন রাজ্য ও শহরগুলিকে জঞ্জালমুক্ত করে তোলার লক্ষ্যে এর বিশেষ ভূমিকা রয়েছে। 

CG/PM/NS


(Release ID: 1935644) Visitor Counter : 153