কৃষিমন্ত্রক

মুখাবয়বের মাধ্যমে শনাক্তকরণের সুবিধা সহ প্রধানমন্ত্রী কিষাণ মোবাইল অ্যাপের সূচনা করলেন শ্রী নরেন্দ্র সিং তোমর

কিষাণ সম্মাননিধি প্রযুক্তি এবং উদ্ভাবনী প্রকল্প কৃষকদের সামগ্রিক উন্নয়নে সক্ষম – শ্রী তোমর

Posted On: 22 JUN 2023 4:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুন, ২০২৩


মুখাবয়বের মাধ্যমে শনাক্তকরণের সুবিধা সহ প্রধানমন্ত্রী কিষাণ  মোবাইল অ্যাপের সূচনা করেছেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক উন্নয়ন মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর । কৃষকদের আয় বৃদ্ধির জন্য জনপ্রিয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’র আওতায় এই অ্যাপটি চালু করা হল । আধুনিক প্রযুক্তি ব্যবহারের এক অনন্য উদাহরণ এই অ্যাপ। এতে মুখাবয়ব  স্ক্যান করে  কৃষকরা তাদের ইকেওয়াইসি পূরণ করতে পারবেন । বাড়িতে বসেই কোনো ওটিপি বা আঙুলের ছাপ ছাড়াই কেবলমাত্র মুখাবয়ব স্ক্যান করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন কৃষকরা ।

দেশের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত হাজার হাজার কৃষক এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি সংস্থা ও কৃষি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন দিল্লির কৃষি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন । কেন্দ্রীয় মন্ত্রী শ্রী তোমর বলেন, প্রধানমন্ত্রী কিষাণ  সম্মাননিধি ভারত সরকারের একটি সুসংহত ও উচ্চাকাঙ্খী  প্রকল্প । এর বাস্তবায়নে রাজ্য সরকারগুলির ভূমিকাও সন্তোষজনক । এরফলে বর্তমানে এই প্রকল্পে ৮.৫ কোটি কৃষককে কেওয়াইসি পূরণের পর কিস্তির অর্থ প্রদান করা সম্ভব হবে । কৃষকরা যথাযথভাবে তথ্য পূরণ করে সুবিধা লাভ করতে পারবেন ।

শ্রী তোমর বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির সুফল কেন্দ্রীয় সরকার কোনো মধ্যসত্ত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে । বর্তমানে কেবলমাত্র প্রযুক্তির সাহায্যেই এই বিপুল সংখ্যক কৃষককে সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে । এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনা । যা একটি গুরুত্বপূর্ণ সাফল্য । ভারত সরকার এই অ্যাপটি তৈরি করায় কাজ আরও সফল হল । ভারত সরকার রাজ্যগুলির জন্য প্রয়োজনীয় সব সুবিধার ব্যবস্থা করেছে ।


কেন্দ্রীয় মন্ত্রী শ্রী তোমর বলেন, এই প্রকল্পের জন্য যেন সর্বদাই প্রয়োজনীয় তহবিল মজুত থাকে, সেবিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সর্বদাই জোর দিয়েছেন । অধিকাংশ কৃষক শীঘ্রই এই প্রকল্পে চতুর্দশ কিস্তি পাবেন ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী কৈলাশ চৌধুরী বলেন, প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্র উপকৃত হচ্ছে । এই অ্যাপটির নতুন সুবিধা কৃষকদের আরও নানান বিষয়ে সাহায্য করবে ।

কেন্দ্রীয় কৃষি সচিব শ্রী মনোজ আহুজাও তার মতামত জানান । অতিরিক্ত সচিব শ্রী প্রমোদ কুমার মেহরাদা অ্যাপটির বিষয়ে বিস্তারিত জানান । দফতরের উপদেষ্টা শ্রী মনোজ কুমার গুপ্তা সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন । বিভিন্ন রাজ্য সরকারের আধিকারিকরাও এই প্রকল্পের সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানান ।


প্রধানমন্ত্রী কিষাণ বিশ্বের অন্যতম বৃহত্তম ডিবিটি প্রকল্প । এর মাধ্যমে কৃষকরা তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে সরাসরি ৬০০০ টাকা করে পান । ইতিমধ্যে ১১ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৪২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে । যার মধ্যে ৩ কোটির বেশি মহিলা রয়েছেন । প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কোভিডের সময় যখন লকডাউন চলছিল, তখন কৃষকদের জন্য বিশেষ উপকারী হয়ে উঠেছিল । সরাসরি এই আর্থিক সহায়তা কৃষকদের কঠিন সময়ে আস্থা জুগিয়েছে ।

এই প্রথম ৮.১ কোটি কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রয়োদশ কিস্তির টাকা সফলভাবে প্রদান করা হয়েছে । নতুন এই অ্যাপটি ব্যবহার করা খুব সহজ এবং গুগল প্লে-স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে । এই অ্যাপ থেকে প্রধানমন্ত্রী কিষান অ্যাকাউন্ট ও এই প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ।

 

CG/PM/RAB…………………23rd  JUNE,2023…………(499)



(Release ID: 1934759) Visitor Counter : 267