উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি ২২ শে জুন জম্মু-কাশ্মীর সফর করবেন
Posted On:
20 JUN 2023 12:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুন ২০২৩
উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় আগামী ২২ শে জুন প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সফর করবেন। সেখানে তিনি জম্মু বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ সমাবর্তনের পর উপরাষ্ট্রপতি কাটরায় গিয়ে মাতা বৈষ্ণোদেবীর পবিত্র মন্দির দর্শন করবেন এবং পুজার্চনায় অংশ নেবেন।
সারাদিনের সফরে উপরাষ্ট্রপতি জম্মু-কাশ্মীর রাজভবনেও যাবেন।
(Release ID: 1933612)
Visitor Counter : 108