আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
“জল সরবরাহ ও শোধন” নিয়ে সিপিএইচইইও আয়োজিত দুদিনের জাতীয় কর্মশালা
Posted On:
19 JUN 2023 1:46PM by PIB Kolkata
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জিআইজেড-এর সহায়তায় সিপিএইচইইও আয়োজিত “জল সরবরাহ ও শোধন সংক্রান্ত ম্যানুয়ালের চূড়ান্ত সংশোধনী“ শীর্ষক দুদিনের জাতীয় কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে । এতে বিভিন্ন রাজ্যের শহর এবং সংশ্লিষ্টরা মত বিনিময় এবং প্রযোজনীয় পরামর্শ দেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী মনোজ যোশী । স্বাগত ভাষণ দেন সিপিএইচইইও-র উপদেষ্টা (পিএইচইই) ডঃ এম দীনদয়ালন এবং বিশেষ বক্তব্য পেশ করেন অতিরিক্ত সচিব ও জাতীয় মিশন ডিরেক্টর (অম্রুত)শ্রীমতি ডি থারা ।
জল সরবরাহ এবং শোধন নিয়ে বর্তমান ম্যানুয়ালটি প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে । এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ম্যানুয়ালটি প্রকাশ করা হযেছিল ২০০৫ সালে ।
প্রযুক্তির অগ্রগতি এবং শহরে জলসরবরাহের ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মোকাবিলায় জল সরবরাহ ও শোধন সংক্রান্ত ম্যানুয়ালটির পরিবর্তনের প্রযোজনীয়তা দেখা দেয় । এরজন্য জার্মান সংস্থা জিআইজেড-এর সহায়তায় কেন্দ্রীয় জনস্বাস্থ্য ও পরিবেশগত কারিগরি সংস্থা(সিপিএইচইইও) বিশেষজ্ঞ কমিটি গঠন করে ।
নতুন ম্যানুয়ালে নলবাহিত পাইপেরর মাধ্যমে ২৪ ঘন্টার জন্য পানীয় জল সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে । তাঁর ভাষণে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী মনোজ যোশী বলেন, শহর এলাকায় সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয জল পেতে পারেন সেই লক্ষেই নতুন এই নীতি প্রণয়ন করা হয়েছে ।
(Release ID: 1933544)
Visitor Counter : 126