প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনীর “জুলি লাদাখ” (হ্যালো লাদাখ) জনসংযোগ কর্মসূচী
Posted On:
15 JUN 2023 2:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৩
লাদাখের পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সেখানকার সুশীল সমাজ ও যুবদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভারতীয় নৌবাহিনী “জুলি লাদাখ” (হ্যালো লাদাখ) জনসংযোগ কর্মসূচী পরিচালনা করছে। ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এই কর্মসূচী চলবে। জাতীয় যুদ্ধ স্মারক স্থল থেকে এই ৫ হাজার কিলোমিটার মোটর সাইকেল অভিযান যাত্রার সূচনা করেন নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিত সিং। নৌবাহিনী এর আগে উত্তরপূর্বে এই রকম অভিযান চালিয়েছিল যা ব্যাপক সাফল্য লাভ করে। ভারতীয় নৌবাহিনী সমস্ত উপকূলীয় রাজ্যের নাগরিকদের যুক্ত করার জন্য সাম নো বরুনা গাড়ি অভিযান হাতে নিয়েছে।
উত্তরাঞ্চলে বর্তমান এই উদ্যোগের মূল উদ্দেশ্যগুলি হল-
ক) আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন (দেশের স্বাধীনতার ৭৫ বছর)
খ) অগ্নিপথ কর্মসূচি সহ ভারতীয় নৌবাহিনীতে কর্মজীবনের সুযোগ-সুবিধা সম্পর্কে লাদাখ অঞ্চলের বিদ্যালয়/কলেজগুলিতে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা
গ) ভারতীয় নৌবাহিনীতে যুবদের যুক্ত করার বিষয়ে অনুপ্রাণিত করা
ঘ) মহিলা আধিকারিকদের অন্তর্ভুক্ত করে নারীশক্তি প্রদর্শনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ
ঙ) সংশ্লিষ্ট ক্ষেত্রে নৌবাহিনীর প্রবীন সেনা এবং বীর নারীদের সঙ্গে আলাপচারিতা
পরিকল্পিত এই জনসংযোগ কর্মসূচীর মধ্যে রয়েছে মোটর সাইকেল অভিযান যা বেশিরভাগই লাদাখের মধ্যে দিয়ে যাবে। এছাড়াও এই কর্মসূচীর মধ্যে সিটি সেন্টারে নৌবাহিনীর বিখ্যাত ব্যান্ডের কনসার্ট, স্বাস্থ্য শিবির এবং নৌবাহিনী ও লাদাখ ফুটবল ক্লাবের মধ্যে একটি ফুটবল ম্যাচ রয়েছে।
এই কর্মসূচির সূচনায় নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিত সিং জানান, নৌবাহিনী সব সময় দুঃসাহসী কার্যকলাপের বিষয়ে প্রচার চালিয়েছে। কারণ এটি শুধু কর্মীদেরই উচ্চলক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে না বরং দল গঠন ও শক্তিশালীও করে তোলে। সমুদ্র থেকে দূরে কিন্তু আমাদের হৃদয়ের কাছাকাছি দেশের এক গুরুত্বপূর্ণ অংশে নৌবাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং প্রসারে এই অভিযান পরিচালনার জন্য সী রাইডারদের অভিনন্দন জানান তিনি। টিভিএস মোটর সাইকেলে তাঁদের নিরাপদ ও স্মরণীয় যাত্রার কামনাও করেন। এই গুরুত্বপূর্ণ অভিযানে নৌবাহিনী অংশীদার হওয়ার জন্য টিভিএস মোটর সাইকেল লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি। মোট ৩৫ জন ভারতীয় নৌবাহিনী সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। তাঁরা এই যাত্রাপথে বিদ্যালয় ও কলেজের ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন। কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে এবং ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তাঁরা।
CG/SS/NS….
(Release ID: 1932636)
Visitor Counter : 123