রাষ্ট্রপতিরসচিবালয়

ভারতের রাষ্ট্রপতি বিশেষ করে দুর্বল উপজাতি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেছেন


রাষ্ট্রপতি মুর্মু পিভিটিজি সদস্যদের শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান

Posted On: 12 JUN 2023 9:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুন ২০২৩
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিভবনে আজ বিশেষ করে দুর্বল উপজাতিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন । এই উপলক্ষে বিহারের মাল পাহাড়িয়া, গুজরাটের সিদ্দি, কেরালার ইরুলা, রাজস্থানের সাহারিয়া, মধ্যেপ্রদেশের বাইগা পাড়ধাউনি এবং ওড়িশার বুদিগালি সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন ।
  সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন ৭৫ টি দুর্বল উপজাতি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি খুশি । রাষ্ট্রপতিভবনে তিনি তাদের শুভেচ্ছা জানান । তারা তাদের গ্রাম থেকে এই প্রথম বাইরে এসেছেন । রাষ্ট্রপতি বলেন এদের প্রত্যেকেই তাদের সম্প্রদায়ের প্রতিনিধি । তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি সরকারের কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সম্পর্কেও জানানোর জন্য তিনি আহ্বান জানান ।
  রাষ্ট্রপতি পিভিটিজি সদস্যদের শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করতে বলেন । তিনি বলেন এই পিভিটিজি সম্প্রদায়ের ছাত্রদের একলব্য মডেল আবাসিক বিদ্যালয় আসনের বিশেষ সংস্থান রয়েছে এছাড়াও জাতীয় ফেলোশিপ এবং বিদেশি বৃত্তি প্রকল্পেও আসন সংরক্ষিত । তিনি পিভিটিজি মহিলাদের উপজাতি মহিলা সশক্তিকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহন করার আহ্বান জানান ।
  রাষ্ট্রপতি বলেন উপজাতি সাবপ্ল্যানের অধীন ৪১ টি মন্ত্রক এবং সরকারি দফতরগুলি দুর্বল উপজাতিগোষ্ঠী সহ উপজাতি কল্যাণে তাদের বাজেটে অংশবিশেষ বরাদ্দ করে থাকে । দুর্বল উপজাতি গোষ্ঠীগুলির স্বার্থে সরকার প্রধানমন্ত্রী পিভিটিজি উন্নয়নমূলক মিশন চালু করায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন ।
  রাষ্ট্রপতি বলেন, চলতি বাজাটে ২০৪৭ সালের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল করার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
  শ্রীমতি দ্রৌপদী মুর্মু বলেন বিগত কয়েক বছর ধরে উপজাতি মানুষ যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে । তিনি আশাপ্রকাশ করেন যে পিভিটিজি সম্প্রদায়ের ২৮ লক্ষ মানুষ সহ উপজাতি সমাজে যে ১০ কোটিরও বেশি মানুষ রয়েছেন তারা তাদের প্রতিভার বিকাশ ঘটান এবং দেশ ও সমাজের কল্যাণে আত্মনিবেদন করুন ।
  রাষ্ট্রপতি বলেন মাতৃভূমি রক্ষায় এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ রক্ষার্থে উপজাতি সম্প্রদায়ের মানুষ অনেক আত্মত্যাগ করেছেন । সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনে আমরা উপজাতি সমাজের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি । পিভিটিজি গোষ্ঠীর মানুষ সহ সকল নাগরিকের দায়িত্ব হল উন্নয়ন সুনিশ্চিত করা সেইসঙ্গে তাদের অস্তিত্ব সুরক্ষিত রাখার স্বার্থে পরিচিতি বজায় রাখা । দেশের অন্তর্বর্তীমূলক উন্নয়নের যাত্রাপথে পিভিটিজি-র সম্প্রদায়ের মানুষরাও সামিল হবেন বলে আস্থা প্রকাশ করেন তিনি ।
  এরআগে পিভিটিজি সম্প্রদায়ের মানুষরা রপাষ্ট্রপতিভবন এবং অমৃত উদ্যান ঘুরে দেখেন । রাষ্ট্রপতি এরপর তাদের সঙ্গে আলোচনায় মিলিত হন ।

 

 

CG/AB/CS….



(Release ID: 1932164) Visitor Counter : 106